
বাচ্চা তিনি খুবই ভালবাসেন– সে প্রমাণ অতীতেও মিলেছে বহুবার। তাঁর ভাইপো, ভাইঝির সংখ্যা নেহাত কম নয়। তাঁদের সঙ্গে বেজায় সখ্য ভাইজান। এবার এক সাক্ষাৎকারে নিজেই বাবা হওয়ার বাসনা প্রকাশ করলেন সলমন খান। তবে একই সঙ্গে জানালেন, একটি কারণেই কিছুতেই বাবা হওয়া হচ্ছে না তাঁর। বাবা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, “তেমনটাই প্ল্যান ছিল। বিয়ে করার ছিল না। কিন্তু বাচ্চা হওয়ার ছিল। কিন্তু ভারতীয় আইনাসুরে তা তো হওয়া সম্ভব নয়। তাই দেখা যাক কী হয়।” করণ জোহর পেরেছেন, বিয়ে না করেও তিনি দুই সন্তানের পিতা। তাহলে সলমনের ক্ষেত্রে অসুবিধেটা কোথায়? তা নিয়েও মুখ খুলেছেন ভাইজান। তিনি যোগ করেন, “আমি চেষ্টা তো করেছিলাম। কিন্তু এখন আইন মনে হয় বদলে গিয়েছে। আমি বাচ্চা খুবই ভালবাসি। কিন্তু ওই যে বাচ্চা এলেই সঙ্গে সঙ্গে তাঁর মা-ও এসে হাজির হয়। মা বাচ্চার জন্য দরকারি, কিন্তু আমার বাড়িতে এমনিতেই অনেক মা রয়েছে। তারা ওর খেয়াল রাখতেই পারবে।” আর তিন বছর পরেই সিনিয়র সিটিজেন হয়ে যাবেন তিনি। যদিও তাঁর গ্ল্যামার দেখে তা বোঝার উপায় নেই। আজও সিঙ্গল সলমন। এই দীর্ঘ ৫৭ বছরে তাঁর জীবনে কম নারীর আগমন ঘটেনি। তবে কোনও প্রেমই তাঁর চিরস্থায়ী হয়নি।
বিগত বেশ কিছু মাস ধরেই রটেছে দক্ষিণী তারকা পূজা হেগড়ের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন সলমন খান। ‘কিসি কি ভাই কিসি কি জান’ ছবিতে অভিনয় করতে গিয়েই নাকি গাঢ় হয়েছে প্রেম। ভাইজান যে এ নিয়ে কিছু বলবেন না, তা একপ্রকার নিশ্চিত। তবে এ নিয়ে দীর্ঘদিন চুপ থাকার পর কিছুদিন আগেমুখ খুলেছেন পূজা। এক সাক্ষাৎকারে তাঁর দাবি, এ সব ডেটিং আদপে রটনা। পূজা বলেন, “আমি সিঙ্গল। সিঙ্গল থাকতে আমার ভালই লাগে। আপাতত নিজের কেরিয়ারে ফোকাস করতে চাই।” পূজা আরও যোগ করেন, “আমার ভাল লাগছে যে মানুষের আমাদের অনস্ক্রিন রসায়ন ভাল লাগছে। এই রসায়নটাই তো আমাদের সিনেমার উল্লেখযোগ্য বিষয়।” এর আগে পূজার সঙ্গে বিভিন্ন পার্টিতে একসঙ্গে যেতে দেখা গিয়েছে সলমন খানকে। এখানেই শেষ নয়, সম্প্রতি শোনা যাচ্ছে ‘বজরঙ্গী ভাইজান’-এর সিকুয়েল বের হবে। এও শোনা যাচ্ছে, ওই ছবিতে নাকি করিনা কাপুর নয়, সলমনের বিপরীতে দেখা যাবে পূজা হেগড়েকে। এর আগে সলমন ও পূজার সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন সলমনের কাছের বন্ধু। তিনিও জানিয়েছে ‘সন্তানসম’ পূজাকে নিয়ে এ হেন রটনা আদপে কুরুচিপূর্ণ। কিন্তু গসিপ যে থামবার নয়।