Salman Khan: প্রকাশ্য রাস্তায় অটো চালালেন স্বয়ং সলমন খান, তিনি কি সাপ খুঁজছেন?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 29, 2021 | 7:10 PM

মহা তারকার মহা খেয়াল। কোটি কোটি টাকা দামের কালো কাচওয়ালা গাড়িতে চড়ে হাঁপিয়ে গিয়েছেন হয়তো। নীল টি-শার্ট, মাথায় টুপি পরে প্যাঁ প্যাঁ করে অটো চালিয়ে ঘুরে বেড়ালেন রাস্তাঘাট। ভিডিয়োটি শেয়ার করেছেন বলিউডেরই এক প্যাপারাৎজ়ি। তাঁর ভিডিয়োর নীচে মুহূর্তেই মন্তব্যের বন্যা।

Salman Khan: প্রকাশ্য রাস্তায় অটো চালালেন স্বয়ং সলমন খান, তিনি কি সাপ খুঁজছেন?
সলমন খান

Follow Us

রাস্তা দিয়ে যাচ্ছেন। আনমনে আঙুল বোলাচ্ছেন স্মার্টফোনের স্ক্রিনে। হঠাৎই হইচইয়ের শব্দে ভ্রু তুলে চারপাশটায় চোখ, কানে ভেসে আসছে নানা ধরনের কণ্ঠ…

‘আরে দেখো দেখো কৌন যা রাহা হ্যায়… আরে দেখো দেখো ভাইজান অটো মে…! কেয়া অকো চালা রহে হ্যায়… এক বার দেখনে তো দিজিয়ে… ভাইজান ভাইজান’।

তাড়াহুড়ো করে সব্বাই দৌড়ছে। কেবল একবার চোখের দেখা দেখবেন বলে। এমনটাই ঘটেছে মুম্বইয়ের পানভেল এলাকায়। যে এলাকায় রয়েছে সলমনের ফার্মহাউজ়ে। জন্মদিনের আগের দিনই যেখানে সাপের তিনটি কামড় খেয়ে খবরের শিরোনামে বোল্ড অক্ষরে জায়গা করে নিয়েছিলেন ভাইজান। কাহিল ‘ব্যালেচার’ ফুরফুরে হাওয়া খাবেন বলেই কি বেরিয়েছিলেন ডোন্ট কেয়ার মনোভাবকে সঙ্গী করে? কেউ জানে না…

মহা তারকার মহা খেয়াল। কোটি কোটি টাকা দামের কালো কাচওয়ালা গাড়িতে চড়ে হাঁপিয়ে গিয়েছেন হয়তো। নীল টি-শার্ট, মাথায় টুপি পরে প্যাঁ প্যাঁ করে অটো চালিয়ে ঘুরে বেড়ালেন রাস্তাঘাট। ভিডিয়োটি শেয়ার করেছেন বলিউডেরই এক প্যাপারাৎজ়ি। তাঁর ভিডিয়োর নীচে মুহূর্তেই মন্তব্যের বন্যা।

ভাইজানের ভক্তরা আহ্লাদে গদগদ। তাঁদের ভগবান প্রাসাদ ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। কেউ কেউ আবার রসিকতা ভরা প্রশ্ন ছুঁড়েছেন। ভাইজানের পেশা নিয়ে প্রশ্ন তুলেছেন, “ভাই আপনি অভিনেতা না হলে এটাই করতেন?” অন্য একজন বলেই ফেলেছেন, “এটা কি আপনার নতুন পাবলিসিটি স্টান্ট? কিন্তু আপনাকে ভালবাসি আমি।” অনেকে বলছেন ভাইজান অটো চালিয়ে সেই সাপটাকে খুঁজতে বেরিয়েছেন, যে তাঁকে কামড়েছিল।

আরও পড়ুন: Liger: বছরের শেষে আসছে ‘লাইগার’-এর বড় চমক; খেল দেখাবে ‘বাঘ’ ও ‘সিংহ’র ক্রসব্রিড!

Next Article