‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় নম্বর ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। ছবির নাম ‘টাইগার ৩’। সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত এই ফ্র্যাঞ্চাইজির কোনও ছবিই এখনও পর্যন্ত ফ্লপ হয়নি। প্রথম ছবিটি পরিচালনা করেছিলেন কবীর খান আর দ্বিতীয় ছবি অর্থাৎ ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালক আলি আব্বাস জফরকে। প্রশ্ন হল, ছবি হিট হওয়া সত্ত্বেও কেন দ্বিতীয় ছবিটি পরিচালনা করলেন না আলি? নেপথ্যে কি সলমনের সঙ্গে বিবাদ? ঠিক যেমনটা হয়েছে ‘কভি ঈদ কভি দিওয়ালি’র সেটে। উত্তর দিয়েছেন খোদ আলি আব্বাস।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলি আব্বাস বলেছেন, ছবির প্রযোজক আদিত্য চোপড়া তাঁর বড় দাদার মতো। যখন ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবিটি করার চিন্তাভাবনা করার কথা হয় তখন তাঁকেই অফার দেওয়া হয়েছিল। কিন্তু তিনি পারেননি। তাঁর কারণ, অন্য কাজে জন্য নাকি নিজেকে নিয়োগ করে ফেলেছিলেন আলি, দাবি তাঁর। সলমন খানের সঙ্গে তাঁর বিবাদের যে গুঞ্জন ছড়িয়েছে তা আদপে ভুয়ো বলেই জানিয়েছেন তিনি। প্রশ্ন হল, আলির জায়গায় এই ছবির নির্দেশক কে? তিনি মণীশ শর্মা। এর আগে যশরাজের ব্যানারে ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিটি পরিচালনা করেছিলেন মণীশ। অনুষ্কা শর্মা ও রণবীর সিং অভিনীত সেই ছবিও বেশ হিট হয়েছিল। ছবিটি মুক্তি পাওয়া কথা আগামী বছর ঈদে।
২০১২ সালে প্রথম মুক্তি পায় সলমন-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’। ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে ফিরে আসে এই জুটি। গুপ্তচর টাইগারের অ্যাকশন আর সলমন-ক্যাটরিনার জমজমাট প্রেম বক্স অফিস কাঁপিয়ে ছিল। রণবীর কাপুরের সঙ্গে প্রেম ভেঙে আবার ক্যাট সলমন-এর জীবনে ফিরে আসেন। অনুরাগীদের মধ্যে আশা জেগেছিল, এবার তাঁদের সল্লুভাই বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু তা হয়নি। ক্যাটরিনা হয়েছেন ভিকির ঘরণী, আর ভাইজান আজও সিঙ্গল। অফস্ক্রিন না হলেও তাঁদের জুটি সুপারহিট সে কথা স্বীকার করে নেন নিন্দুকেরাও। প্রথম দুই ছবি হিট, তৃতীয় ছবিতেও সেই পরম্পরা বজায় থাকবেন কিনা এখন সেটাই দেখার।