Salman Khan Assets: খান পরিবারের সম্পত্তি ৫০০০ কোটির বেশি, দলিলে সলমনের ভাগ্যে কত…

Salman Khan: সকলের খাতের আয় যুক্ত। ফলে সম্পত্তি যখন ভাগাভাগি হবে, তখন কত কোটি পাবেন বা সলমন খানের শেয়ার কত? সলমনের ভাগে নেহাতই কম নয়। কারণ, তিনিই বর্তমানে সর্বাধিক আয় করে থাকেন।

Salman Khan Assets: খান পরিবারের সম্পত্তি ৫০০০ কোটির বেশি, দলিলে সলমনের ভাগ্যে কত...

| Edited By: জয়িতা চন্দ্র

Dec 14, 2023 | 6:57 PM

সলমন খান, বলিউডের অন্যতম সুপারস্টার। এক একটি ছবি থেকে আয় নেহাতই কম হয় না। বলিউডে কান পাতলে শোনা যায় তিনি নাকি মোটের ওপর বর্তমানে এক একটি ছবি পিছু পারিশ্রমিক নিয়ে থাকেন ১০০ কোটি। তবে পরিবারের সম্পত্তির দলিলে কত কোটি এবার বরাদ্দ হল ভাইজানের জন্য? খান পরিবারের মোট সম্পত্তি প্রায় ৫,২৫৯ কোটি টাকা। যেখানে সকলের খাতের আয় যুক্ত। ফলে সম্পত্তি যখন ভাগাভাগি হবে, তখন কত কোটি পাবেন বা সলমন খানের শেয়ার কত? সলমনের ভাগে নেহাতই কম নয়। কারণ, তিনিই বর্তমানে সর্বাধিক আয় করে থাকেন।

ফলে তাঁর ভাগ্যে যে বেশ ভাল পরিমাণ অর্থই থাকবে, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। সলমন খানের মোট শেয়ার ৫৫.৪৮ শতাংশ। বাকি অংশ ভাগ হয়ে যাবে বিভিন্ন জনের মধ্যে। যেখানে আরবাজ খান, অলিভিয়া অগ্নিহোত্রী, সোহেল খান ও অর্পিতা খান শর্মার ভাগ রয়েছে। বাকি অংশ যাবে সেলিম খানের নামে। যদিও বাড়ির জামাইরা অর্থাৎ অতুল অগ্নিহোত্রী ও আয়ুষ শর্মা থাকলেন বাদ।

ফলে হিসেব অনুযায়ী সলমন খানের সম্পত্তির পরিমাণ ২৯১৬ কোটি টাকা। পাশাপাশি রয়েছে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, যার মূল্য ১৬ কোটি টাকা ও রয়েছে অর্পিতা ফার্ম হাউস, যার মুল্য ৮০ কোটি টাকা। ১০০ কোটির আরও এক প্রপার্টি রয়েছে সলমন খানের। সেলিম খান ১০০ কোটির মালিক। পাশাপাশি আরবাজ খান ৫৯১ কোটি টাকা। আরবাজ খানের অংশ থেকে তাঁর ও মালাইকার সন্তান পাবে সম্পত্তি। সলমন খানের প্রযোজনা সংস্থা থেকেও আয় নেহাতই কম হয় না। পাশাপাশি তাঁর নিজের ব্র্যান্ডও রয়েছে।