Chulbul Pandey-Rohit: রোহিতের পুলিশ গল্পে কি জায়গা করতে চলেছেন সলমন অভিনীত চুলবুল?

এ যাবৎ ১০০ কোটির ব্যবসা করছে মূলত সলমন খানের ছবি। এত কম সময়ে 'সূর্যবংশী' এই সাফল্য দেখে নড়চড়ে বসেছেন অনেকেই। সলমনও নাকি আগ্রহ প্রকাশ করেছেন।

| Edited By: Sneha Sengupta

Nov 15, 2021 | 2:15 PM

রোহিত শেট্টির কপ-ইউনিভার্স। সাম্প্রতিকতম মুক্তিপ্রাপ্ত ছবি ‘সূর্যবংশী’। মুম্বইয়ে সরকারিভাবে হল খোলার অনুমতি পাওয়ার পরই মুক্তি পায় ছবিটি। গোটা বলিউড এই ছবির দিকেই তাকিয়ে ছিল। তাকিয়ে ছিলেন হল মালিক ও ডিস্ট্রিবিউটাররা। প্যান্ডেমিকের সময় দর্শক হলমুখী হবেন কিনা তাই নিয়ে ছিল বড় প্রশ্ন। হল ব্যবসার অবস্থা ছিল শোচনীয়। সেই পরিস্থিতিতে সকলে আস্থা রেখেছিলেন ‘সূর্যবংশী’র উপরই। ছবি মুক্তির ৫দিনের মধ্যেই ১০০ কোটি ব্যবসা করে ছবিটি।

এ যাবৎ ১০০ কোটির ব্যবসা করছে মূলত সলমন খানের ছবি। এত কম সময়ে ‘সূর্যবংশী’র এই সাফল্য দেখে নড়চড়ে বসেছেন অনেকেই। সলমনও নাকি আগ্রহ প্রকাশ করেছেন। বিগবসের বাড়িতে এসে রোহিত বলেছেন তাঁর কপ-ইউনিভার্স ছবিগুলিতে থাকতে পারে চুলবুল পাণ্ডেও।

চুলবুল পাণ্ডে সলমনের অভিনীত একটি পুলিশ চরিত্র। ছবির নাম ‘দাবাং’। সেটিও অজয় দেবগণের সিংহামের মতোই জনপ্রিয় একটি চরিত্র। ভাইজানের অধিকাংশ ছবিই ১০০ কোটির ব্যবসা করে। তাই কি তিনি আগ্রহ দেখাচ্ছেন রোহিতের কপ-ইউনিভার্সে? এ প্রশ্ন উঠছে অনেকের মনেই।

‘সূর্যবংশী’র পর দুটি ছবির ঘোষণা ইতিমধ্যেই করে ফেলেছেন রোহিত। একটি ছবিতে ফের রয়েছেন রণবীর সিং। সেই ছবির নাম ‘সার্কাস’। রোহিতের কপ-ইউনিভার্সের ছবি ‘সিম্বা’তেও ছিলেন তিনি। অন্যদিকে তৈরি করছেন ‘সিংহাম’ ও ‘সিংহাম রিটার্নস’-এর পরবর্তী ইন্সটলমেন্ট। তৈরি করছেন ‘সিংহাম ৩’। সেখানে থাকছে অক্ষয় কুমার ও রণবীর সিংয়ের ক্যামিও।

গত সপ্তাহে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিগবসের বাড়িতে গিয়েছিলেন সলমন। উদ্দেশ্য ছিল ছবিকে প্রোমোট করার। সেখানেই সলমনের ‘দাবাং’ ও রোহিতের কপ-ইউনিভার্সের যৌথ কাজের ব্যাপারে সামান্য আভাস দিয়েছেন পরিচালক।

আরও পড়ুন:  Soumitra-Shiboprasad: কবে মুক্তি পাবে ‘বেলাশুরু’? জানালেন পরিচালক শিবপ্রসাদ, ভাসলেন নস্ট্যালজিয়ায়

 

রোহিত শেট্টির কপ-ইউনিভার্স। সাম্প্রতিকতম মুক্তিপ্রাপ্ত ছবি ‘সূর্যবংশী’। মুম্বইয়ে সরকারিভাবে হল খোলার অনুমতি পাওয়ার পরই মুক্তি পায় ছবিটি। গোটা বলিউড এই ছবির দিকেই তাকিয়ে ছিল। তাকিয়ে ছিলেন হল মালিক ও ডিস্ট্রিবিউটাররা। প্যান্ডেমিকের সময় দর্শক হলমুখী হবেন কিনা তাই নিয়ে ছিল বড় প্রশ্ন। হল ব্যবসার অবস্থা ছিল শোচনীয়। সেই পরিস্থিতিতে সকলে আস্থা রেখেছিলেন ‘সূর্যবংশী’র উপরই। ছবি মুক্তির ৫দিনের মধ্যেই ১০০ কোটি ব্যবসা করে ছবিটি।

এ যাবৎ ১০০ কোটির ব্যবসা করছে মূলত সলমন খানের ছবি। এত কম সময়ে ‘সূর্যবংশী’র এই সাফল্য দেখে নড়চড়ে বসেছেন অনেকেই। সলমনও নাকি আগ্রহ প্রকাশ করেছেন। বিগবসের বাড়িতে এসে রোহিত বলেছেন তাঁর কপ-ইউনিভার্স ছবিগুলিতে থাকতে পারে চুলবুল পাণ্ডেও।

চুলবুল পাণ্ডে সলমনের অভিনীত একটি পুলিশ চরিত্র। ছবির নাম ‘দাবাং’। সেটিও অজয় দেবগণের সিংহামের মতোই জনপ্রিয় একটি চরিত্র। ভাইজানের অধিকাংশ ছবিই ১০০ কোটির ব্যবসা করে। তাই কি তিনি আগ্রহ দেখাচ্ছেন রোহিতের কপ-ইউনিভার্সে? এ প্রশ্ন উঠছে অনেকের মনেই।

‘সূর্যবংশী’র পর দুটি ছবির ঘোষণা ইতিমধ্যেই করে ফেলেছেন রোহিত। একটি ছবিতে ফের রয়েছেন রণবীর সিং। সেই ছবির নাম ‘সার্কাস’। রোহিতের কপ-ইউনিভার্সের ছবি ‘সিম্বা’তেও ছিলেন তিনি। অন্যদিকে তৈরি করছেন ‘সিংহাম’ ও ‘সিংহাম রিটার্নস’-এর পরবর্তী ইন্সটলমেন্ট। তৈরি করছেন ‘সিংহাম ৩’। সেখানে থাকছে অক্ষয় কুমার ও রণবীর সিংয়ের ক্যামিও।

গত সপ্তাহে ক্যাটরিনা কাইফের সঙ্গে বিগবসের বাড়িতে গিয়েছিলেন সলমন। উদ্দেশ্য ছিল ছবিকে প্রোমোট করার। সেখানেই সলমনের ‘দাবাং’ ও রোহিতের কপ-ইউনিভার্সের যৌথ কাজের ব্যাপারে সামান্য আভাস দিয়েছেন পরিচালক।

আরও পড়ুন:  Soumitra-Shiboprasad: কবে মুক্তি পাবে ‘বেলাশুরু’? জানালেন পরিচালক শিবপ্রসাদ, ভাসলেন নস্ট্যালজিয়ায়