মাথায় ফেট্টি, লাল চুল… ফাঁস হয়ে গেল সলমনের ‘টাইগার থ্রি’র লুক!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 22, 2021 | 3:19 PM

দিন কয়েক আগে ক্যাটরিনা কাইফের সঙ্গে রাশিয়া উড়ে গিয়েছেন সলমন। আপাতত বেশ কিছু দিন সেখানেই। টাইগার ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবির বেশ কিছুটা অংশ মুম্বইয়ে শুট হয়েছে।

মাথায় ফেট্টি, লাল চুল... ফাঁস হয়ে গেল সলমনের টাইগার থ্রির লুক!
সলমন খান।

Follow Us

শুট শুরু হতে না হতেই ফাঁস হয়ে গেল ভাইজানের লুক, সৌজন্যে ভাইজানের রাশিয়ান ভক্ত। টাইগার থ্রি-তে সলমনকে দেখে চমকে উঠছেন তাঁর ভক্তরা। কপালে ফেট্টি, লাল দাড়ি, লম্বা চুল– তাঁকে যেন চেনাই দায়…।

দিন কয়েক আগে ক্যাটরিনা কাইফের সঙ্গে রাশিয়া উড়ে গিয়েছেন সলমন। আপাতত বেশ কিছু দিন সেখানেই। টাইগার ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবির বেশ কিছুটা অংশ মুম্বইয়ে শুট হয়েছে। বাকি ছিল বিদেশের শুটের অংশ। তা শেষ করতেই রাশিয়ায় আগমন। কিন্তু গোপনীয়তা আর গোপন থাকল কই? বেশ কিছু পোশাকে ভাইজানের লুক হয়ে গেল ফাঁস। ছবিতে সলমনের চরিত্রটি একজন গুপ্তচরের। হতে পারে তাঁর যে লুকটা প্রকাশ হয়েছে তা কোনও ‘ছদ্মবেশ’ লুক।

সলমনের শুধু যে লুক ফাঁস হয়েছে তাই নয়, রাশিয়ান ভক্তদের সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইমরান হাসমি। তিনি এই ছবিতে ভিলেন। এর আগে সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান ছবি প্রসঙ্গে বলেছিলেন, “সলমনের সঙ্গে কাজ করা স্বপ্ন ছিল। আশা করি তা অবশেষে সত্যি হয়ে উঠছে। প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পায় সলমান-ক্যাটরিনা অভিনীত এক থা টাইগার। ২০১৭ সালে মুক্তি পায় টাইগার জিন্দা হ্যায়। এই দুটি সিনেমাই বক্স অফিসে দারুণ ফল করেছিল। তাই টাইগার থ্রি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার খামতি নেই।

একদিকে সলমন যখন শুটে ব্যস্ত, একই সঙ্গে ব্যস্ত ক্যাটরিনাও… তখন এ দেশে দিন কয়েক আগে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের চুপিচুপি বিয়ের খবরে উত্তাল ছিল মিডিয়া-সোশ্যাল মিডিয়া। সলমনকে নিয়ে ছড়িয়ে পড়ে একগুচ্ছ মিম। কারণ, সলমন ক্যাটরিনার প্রাক্তন। পরিস্থিতি এতটা ইহাতের বাইরে চলে যায় যে ক্যাটরিনার টিমের পক্ষ থেকে অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়। অন্যদিকে এক সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় ভিকির বাবা শ্যাম কৌশলের সঙ্গে। তাঁকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, “এ খবর মোটেও সত্য নয়।”

প্রসঙ্গত, বিদেশে শুটের মাঝেই এ দিন প্রকাশ্যে এসেছে বিগবস টেলিভিশনের নতুন প্রোমো। ওই শো’য়ে সঞ্চালক সলমন। প্রোমোতে সলমনকে যেমন দেখা গিয়েছে। দেখা গিয়েছে কিংবদন্তী অভিনেত্রী রেখাকে। যে প্রোমো প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে সঞ্চালক সলমন খান এক জঙ্গলের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন। আচমকাই এক গাছের সামনে হাজির হন তিনি। সেই গাছে সবুজ পাতা নেই। তার রকম বাকি গাছেদের থেকে অনেকটাই আলাদা। সেই গাছ আবার গানও করে। রেখার আইকনিক ছবি ‘উমরাও জান’-এর ইয়ে কাহা হ্যায় দোস্তো… শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে রেখার গলাতেই। হ্যাঁ, ওই গাছটিরই ভয়েস ওভার করেছেন রেখা। সলমন গাছটির নাম দিয়েছেন, ‘বিশ্বসুনট্রি’। প্রোমোতে ওই গাছ ও সলমনের কথোপকথন অনুরাগীদের উত্তেজনা বাড়িয়েছে হাজার গুণ। এই সিজনে ওই বিশ্বসুনট্রির যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা হলফ করে বলাই যায়। রেখা জানিয়েছেন গাছের এ হেন নামকরণ ভাইজানেরই মস্তিষ্কপ্রসূত।

Next Article