Azam Ansari: অর্ধনগ্ন হয়ে রাস্তায় নাচ, লখনউ থেকে গ্রেফতার ‘নকল’ সলমন

Azam Ansari: ৩৪ বছর বয়সী ওই ব্যক্তির নিবাস ওল্ড লখনউ অঞ্চলে। সলমন খানের ভক্ত ওই ব্যক্তি নিজেও রিলস বানান সলমনের গানেই। তাঁর চেহারার সঙ্গে সলমনের দৈহিক গঠনের খানিক মিল থাকায় তাঁর এলাকায় তিনি পরিচিত।

Azam Ansari: অর্ধনগ্ন হয়ে রাস্তায় নাচ, লখনউ থেকে গ্রেফতার নকল সলমন
লখনউ থেকে গ্রেফতার 'নকল' সলমন

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

May 09, 2022 | 10:00 PM

শান্তি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার লখনউ পুলিশ গ্রেফতার করল অভিনেতা সলমন খানের ‘হামসকল’ আজাম আনসারিকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্যস্ত সময়ে রিলস বানানোর জন্য যানজটের সৃষ্টি করেছেন তিনি। একই সঙ্গে নষ্ট করেছেন সেই অঞ্চলের শান্তি-শৃঙ্খলাও। কে এই আজাম আনসারি, কেন তাঁকে তুলনা করা হয় সলমন খানের সঙ্গে?

৩৪ বছর বয়সী ওই ব্যক্তির নিবাস ওল্ড লখনউ অঞ্চলে। সলমন খানের ভক্ত ওই ব্যক্তি নিজেও রিলস বানান সলমনের গানেই। তাঁর চেহারার সঙ্গে সলমনের দৈহিক গঠনের খানিক মিল থাকায় তাঁর এলাকায় তিনি পরিচিত। শুধু যে এলাকাতেই পরিচিত এমনটা নয়। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে রয়েছে তাঁর ‘ভক্ত’। ইউটিউবে তাঁর ভক্তের সংখ্যা ১.৬ লক্ষ। একই সঙ্গে তাঁর ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যা ৭৭ হাজার। রবিবার রাত্রে ক্লক টাওয়ারের কাছে অর্ধনগ্ন হয়ে রিলস বানাতে শুরু করেন ওই ব্যক্তি। আচমকাই সেখানে লোক জড় হয়ে যায়। ব্যহত হয় যান চলাচল। তিনি পোশাক খোলায় কেউ কেউ প্রতিবাদও করেন। পুলিশ সূত্র জানা গিয়েছে, তাঁকে পোশাক পরতে অনুরোধ করা সত্ত্বেও শোনেনি আজাম। এর পরেই তাঁকে গ্রেফতার করা হয়। ঠাকুরগঞ্জ পুলিশের তরফে আরও বলা হয়েছে, “তাঁকে শিক্ষা দেওয়ার জন্য ও ট্রাফিক আইন সম্পর্কে অবগত করার জন্যই গ্রেফতার করা হয়।”

মাঝেমধ্যেই শার্টহীন ভিডিয়ো বানাতে দেখা যায় আনসারিকে। সেই ভিডিয়ো প্রশংসিত হয়। তবে এবার হল ঠিক উল্টো। সলমন ভাবতে গিয়ে বড় মাশুল গুণতে হল তাঁকে।