AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: মুম্বইয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন সলমন খান, প্রতি মাসের ভাড়া শুনলে চমকে যাবেন!

মুম্বইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন বলিউডের দাবাং। তবে তাঁর আরও বেশ কিছু জমিজমা-বাড়িঘর রয়েছে মুম্বইয়ের বিভিন্ন জায়গায়। সে রকমই এক জায়গা হল মুম্বইয়ের হাই প্রোফাইল জায়গা বান্দ্রায় তাঁর বাড়ি।

Salman Khan: মুম্বইয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন সলমন খান, প্রতি মাসের ভাড়া শুনলে চমকে যাবেন!
সলমন খান।
| Edited By: | Updated on: Dec 17, 2021 | 9:22 AM
Share

আপনি কি মুম্বইয়ে বিলাসবহুল আবাসনে থাকতে আগ্রহী? প্রতি মাসে প্রায় লাখের কাছাকাছি ভাড়া গুণতে আপনার অসুবিধে নেই? আপনার প্রিয় নায়ক কি সলমন খান? তবে তো সোনায় সোহাগা। ভাইজান তাঁর বান্দ্রার বাড়ি ভাড়া দিতে চলেছেন। তবে প্রতি মাসে তার যা ভাড়া তাতে আমআদমির নাগাল পাওয়া খানিক হলেও কষ্টকর।

মুম্বইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন বলিউডের দাবাং। তবে তাঁর আরও বেশ কিছু জমিজমা-বাড়িঘর রয়েছে মুম্বইয়ের বিভিন্ন জায়গায়। সে রকমই এক জায়গা হল মুম্বইয়ের হাই প্রোফাইল জায়গা বান্দ্রায় তাঁর বাড়ি। সেই বাড়ি মাস প্রতি ৯৫ হাজার টাকায় ভাড়া দিতে চলেছেন সলমন খান। ইতিমধ্যেই নাকি ভাড়াটে খুঁজেও পেয়ে গিয়েছেন তিনি, জানা যাচ্ছে তেমনটাই। ভাড়াটের নাম আয়ুষ দুয়া। সলমনের বাড়িতে থাকতে গ্যাঁটের কড়ি খরচ করতে তিনি নাকি রাজি। হয়ে গিয়েছে চুক্তিপত্রে সইসাবুদও। এখানেই শেষ নয়, সলমনের বাড়িতে থাকার জন্য আগাম ২ লক্ষ ৮৫ হাজার টাকাও নাকি দিতে হয়েছে সেই ব্যক্তিকে। ভাইজানের বাড়িতে থাকার লোভ সামলানো যে দায়!

একদিকে ছবির শুটিং নিয়ে ব্যস্ত সলমন, অন্যদিকে রিয়েল এস্টেটে তাঁর নিয়োগ– সব মিলিয়ে বলিউডের ভাইয়ের সাম্রাজ্য বিস্তার চলেছেই। সদ্য অনুষ্ঠিত ভিক্যাটের বিয়েতে তাঁকে দেখা যায়নি। প্রাক্তন প্রেমিকার বিয়েতে তিনি আমন্ত্রিত ছিলেন কিনা তা নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। অর্পিতা খান অর্থাৎ সলমনের বোন জানিয়েছিলেন, তাঁরা আমন্ত্রিন নন। তবে সূত্র জানিয়েছিল উপহার স্বরূপ ভিক্যাটকে নাকি বিয়েতে প্রায় ৪ কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন সলমন নিজেই, প্রাক্তনের বিয়ে বলে কথা!

আরও পড়ুন- Jacqueline Fernandez: সুকেশ-কাণ্ডে ফেঁসে একের পর এক কাজ হাতছাড়া হচ্ছে জ্যাকলিনের?