লম্বা চুল বলিউড স্টারদের ফ্যাশনে নতুন নয়। তবে প্রথম সারির স্টারদের ব্যাক টু ব্যাক এই হেয়ারস্টাইলে সামনে আসতে দেখা যায়নি। এবার পাঠান ছবিতে শাহরুখ খানের লুকের চর্চার পর খবরের শিরোনামে সলমন খান। তাঁর আগামী ছবি কিসি কি ভাই কিসি কি জান বর্তমানে খবরের শিরোনামে নাম লিখিয়েছে। ছবির টিজ়ার মুক্তির পর এবার সামনে এল সলমন খানের আগামী ছবির গানের ভিডিয়ো। সেখানেই দেখা গেল শাহরুখ খানের মতোই তারও চুল বেশ লম্বা। তবে কি বলিউডে এটাই এখন হাল ফ্যাশন! উঠছে প্রশ্ন। তবে কি জেনে শুনেই হেয়ারস্টাইলিস্ট এমনই এক লুক সলমন খানকে দিতে চেয়েছিলেন! না। মোটেও তেমনটা নয়। তিনি কখনও বড় চুলের কথা ভাবেননি। নিজেই স্বীকার করে নিলেন সেই সত্য।
ছবিতে সলমন খানের হেয়ারস্টাইলিস্ট অ্যাশলি এবার জানালেন, লাদাখে শুটিং হওয়ার কথা ছিল। তবে এই শুটিং সেটে কী কী পোশাক থাকবে তা আগে থেকেই স্থির করে নেওয়া হয়েছিল। হাতে গুনে কয়েকটি মাত্র পোশাক নিয়ে যাওয়া হয়েছিল শুটিং-এর জন্য। এবার সামনে এল আসল সত্য। সলমন খান নাকি নিজেই স্থির করেছিলেন যে তিনি চুল বড় রাখবেন। ফলে সলমনের কথাতেই এমনটা করা হয় ছবিতে। এই প্রসঙ্গে কোথাও কোনও রাখঢাক না করেই স্পষ্ট জানালেন হেয়ারস্টাইলিস্ট।
শাহরুখ খানের কামব্যাক ছবি পাঠান-এই টাইগার লুকে ধরা দিয়েছিলেন সলমন খান। এবার পালা তাঁর ছবির। সলমন খানের কিসি কি ভাই কিসি কি জান নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। এপ্রিল মাসেই মুক্তি পেতে চলেছে এই ছবি। পর পর তিনবার ছবির নাম পাল্টানোর পর তিনি স্থির করেছেন এই নামটি। ছবিতে থাকছেন শেহনাজ় গিলও।