মনে আছে সানা খানের কথা? বলিপাড়ার একদা হট অভিনেত্রী যিনি শো-বিজ ছেড়ে এসেছিলেন ধর্মের টানে। সেই সানাই যে মা হতে চলেছেন, সে খবর আগেই সামনে এসেছিল। অবশেষে মা হলেন তিনি। ছেলে হল নাকি মেয়ে? সানা জানিয়েছেন, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। সুখবর জানিয়ে ইনস্টাগ্রামে সানা লেখেন,”আল্লাহ যেন আমাদের সন্তানকে দেওয়ার জন্য সেরা হিসেবে গড়ে নেয়। সবার দুয়া ও ভালবাসায় আমাদের হৃদয় ভরে উঠেছে।”
এর আগে মা হওয়া নিয়ে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করেন সানা। তিনি বলেন,”আমার উপর এক নতুন জীবন জন্ম দেওয়ার দায়ভার দেওয়া হয়েছে। শিশুরা আল্লাহেরই অংশ। আমার সন্তানের জন্য যা সেরা তাই করার চেষ্টা করব।”
প্রসঙ্গত, এর আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছিল,পাপারাৎজির সামনে এগিয়ে আসতেই স্ত্রীর হাত ধরে হিড়হিড় করে টানছেন সানার স্বামী মুফতি আনাস সইদ। অনেকেই সানার স্বামীকে দাগিয়ে দেন অবিবেচক হিসেবে। সে সময় মুখ খুলেছিলেন সানা। বলেছিলেন, গোটা ভিডিয়োটা যেভাবে তোলা হয়েছে, আমি জানি বড্ড অদ্ভুত দেখাচ্ছে। আমরা গাড়ির চালকের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয় আমায়। ভীষণ ঘাম হচ্ছিল। দাঁড়িয়ে থাকতেও মারাত্মক অসুবিধে হচ্ছিল। ” সানা যোগ করেন, “সেই কারণেই আমার স্বামী ওখান থেকে আমাকে দ্রুত নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যাতে আমি একটু খোলা বাতাসে শ্বাস নিতে পারি, একটু জল খেতে পারি।” যদিও নিন্দে থামেনি তাঁকে নিয়ে। যদিও সে সব অতীত। আপাতত সন্তানকে নিয়ে বেজায় ব্যস্ত সানা।