কেজিএফ ছবির ব্যপক সাফল্যের কথা মাথায় রেখেই সিনেদুনিয়া আশাবাদী ছিল যে কেজিএফ ২ ছবিও বক্স অফিসে ঝড় তুলবে। এই ছবিতে বলিউডের দুই স্টারকে আবারও পেতে চলেছে ভক্তরা। যার মধ্যে অন্যতম হল সঞ্জয় দত্ত ও রবিনা টন্ডন। সঞ্জয় দত্ত অভিনয়গুণে হোক বা স্পেশাল টার্চে হোক, কখনও তাঁর ছবি ভক্তদের নিরাশ করেন না। তাঁর প্রতিটা ক্ষেত্রেই জড়িয়ে থাকা নানা ওঠা পড়ার গল্পের মাঝেও অভিনয়ের প্রতি তাঁর একাগ্রতা প্রমাণিত হয়েছে বহুবার। সঞ্জয় দত্ত এক কথায় বলতে গেলে নিজেকে প্রমাণ করে সকলের নজরে আবারও সুনাম কুড়িয়েছেন কেজিএফ ২ ছবিতে তাঁর পরিশ্রম দিয়ে।
রীতিমত কঠিন লড়াই যাকে বলে, সেই ময়দানেই তিনি শুট চালিয়েছেন দিনের পর দিন ২৫ কিলোর পোশাক পরে। এমনই খবর সামনে এনেছিলেন পরিচালক নবীন, তিনি জানিয়েছিলেন, এটা গুজব নয়, প্রতিটা দিনই এই পোশাক পরেই দিনভর শুট চালাতেন সঞ্জয় দত্ত। রীতিমত ঘণ্টার পর ঘণ্টা সময় যেত তাঁর প্রস্তুতি নিতে। কিন্তু অভিনেতার ছিল না কোনও বিরক্ত বা অস্বস্তি, তাঁর চোখে মুখে যোদ্ধার ছাপই ধরা পড়েছে বারে বারে। লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে সঙ্গে সকল চ্যালেঞ্জকে পাশে সরিয়ে রেখে অবশেষে তিনি নিজের চরিত্রকে যেভাবে তুলে ধরেছেন। সঞ্জয়ের কথায় এটাই প্রকৃতি অভিনেতার ধর্ম হওয়া উচিত।
বর্তমানে স্টারেরা ভীষণ অনিশ্চয়তায় ভোগেন। তবে ৯০-এর দশকে এমনটা হত না। কারণ একটাই, তখনকার অভিনেতারা একে অন্যের থেকে শিখতেন। সহযোগিতা করতেন, পাশে থাকতেন। টিমে যদি কোনও প্রবীণস্টার থাকতেন, তবে তাঁর থেকে কাজটা শিখে নেওয়ার খিদে ছিল। সমালোচনা নয়, তাঁরা কখন কোন সিদ্ধান্ত নিচ্ছেন, কেন কোনও দৃশ্য পাল্টাতে বলছে, সবটাই বিচক্ষণতার সঙ্গে লক্ষ্য করা, এভাবে কেরিয়ারের প্রথম ধাপ কাটিয়েছেন সঞ্জয় দত্ত। দিলীপ কুমারের সঙ্গে কাজ করেছেন, অমিতাভ বচ্চনের সঙ্গেও এক ফ্রেমে থেকে কাজ শেখার চেষ্টা করেছেন তিনি। এই অভ্যাসটার এখন ভীষণ অভাব বলেই দাবি করেন অভিনেতা।