সমকামী চরিত্রে অভিনয় করলে কেরিয়ার শেষ, শুনতে হয়েছিল সঞ্জয়কে!

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 26, 2021 | 5:08 PM

Pride Month: অভিনেতা সঞ্জয় সুরি এবং পূরব কোহলি অভিনীত সেই ছবি সমকামিতার গল্প বলে। সিনে বিশেষজ্ঞরা মনে করেন, সময়ের থেকে ওই ছবি কিছুটা এগিয়েই ছিল বলা যায়।

সমকামী চরিত্রে অভিনয় করলে কেরিয়ার শেষ, শুনতে হয়েছিল সঞ্জয়কে!
‘মাই ব্রাদার নিখিল’-এ অভিনেতা সঞ্জয় সুরি এবং পূরব কোহলি

Follow Us

সেম সেক্স রিলেশনশিপ, হোমোসেক্সুয়ালিটি কিছুদিন আগে পর্যন্তও মেনস্ট্রিম বলিউডে জায়গা পায়নি। ইদানিং অত্যন্ত স্বাভাবিক এই বিষয় নিয়ে চর্চা হচ্ছে অনেক বেশি। ছবির বিষয়বস্তু হিসেবে উঠে আসছে সমকামিতা। কিন্তু কয়েক বছর আগেও তা ব্রাত্যই ছিল বলা যায়। ২০০৫-এ মুক্তি পেয়েছিল ‘মাই ব্রাদার নিখিল’। অভিনেতা সঞ্জয় সুরি এবং পূরব কোহলি অভিনীত সেই ছবি সমকামিতার গল্প বলে। সিনে বিশেষজ্ঞরা মনে করেন, সময়ের থেকে ওই ছবি কিছুটা এগিয়েই ছিল বলা যায়। অনির পরিচালিত সেই ছবির গল্প নিয়ে চলতি প্রাইড মান্থ সেলিব্রেশনের এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন দুই অভিনেতা।

সঞ্জয়ের কথায়, “অনিরের গল্পটা এত ভাল লেগেছিল, আমি প্রযোজনা করতে রাজি হয়ে যাই। অভিনয় নিয়েও দু’বার ভাবিনি। যদিও সে সময় অনেকেই বলেছিলেন, এই ধরনের চরিত্রে অভিনয় করলে কেরিয়ার শেষ হয়ে যাবে। সেটাই আরও উৎসাহ দিয়েছিল আমাকে।” সমকামী চরিত্রে অভিনয় নিয়ে পূরবের প্রথমে আপত্তি থাকলেও, চিত্রনাট্যের কারণেই রাজি হয়েছিলেন বলে জানিয়েছেন।

পূরব বলেন, “তখন আমার বয়স অনেক কম। নাইজেলের চরিত্রে ঠিক ভাবে অভিনয় করার জন্য আমার মায়ের এক বন্ধুর সাহায্য নিয়েছিলাম। তিনি সমকামী। অনিরও খুব সাহায্য করেছিল।” খুব কম অনুশীলনেই পর্দায় সঞ্জয় এবং পূরবের কেমিস্ট্রি তৈরি হয়েছিল।

সঞ্জয় আরও জানান, সে সময় সোশ্যাল মিডিয়ার অস্বিস্ত এখনকার মতো ছিল না। তাও বহু সমকামী মানুষের থেকে শুভেচ্ছা পেয়েছিলেন তাঁরা। সানফ্রান্সিসকোর রাস্তায় নাকি একবার স্ত্রীর সঙ্গে হেঁটে যাওয়ার সময় সঞ্জয়কে বেশ কিছু মানুষ এসে আলিঙ্গন করে অভিনন্দন জানান। এ সব স্মৃতি তাঁর সারা জীবনের সম্পদ বলে জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন, ‘ডান্স বাংলা ডান্স’-এর বিহাইন্ড দ্য সিনের ভিডিয়ো শেয়ার করলেন জিৎ

Next Article