Sara Ali Khan: বয়সের কারণে ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’ থেকে বাদ পড়েছেন সারা, বিষয়টি ভাল লাগেনি অভিনেত্রীর
The Immortal Aswatthama: অনেক প্রস্তুতি নিয়েছিলেন সারা। ছবিকে ঘিরে ইনস্টাগ্রামে সারার প্রস্তুতি পর্বের ভিডিয়ো দেখে নিয়েছেন সকলেই।

এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হওয়া ‘কফি উইথ করণ’-এর সপ্তম সিজ়নে এসে একটি বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন ভিকি কৌশল। দুঃখের কারণ ছিল, ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’র কাজ আটকে যাওয়া। প্যানডেমিকের কারণে এই সিদ্ধান্ত নিতে একপ্রকার বাধ্য হয়েছিলেন নির্মাতারা। এই ছবির মুখ্য চরিত্রে ছিলেন ভিকি। টানা ২ বছর অক্লান্ত পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছিলেন তিনি। সেই সঙ্গে প্রস্তুতি নিয়েছিলেন সারা আলি খানও। কারণ, এই ছবিতে ভিকির বিপরীতে কাস্ট করা হয়েছিল সারাকেই। তারপর ভিকির সমস্ত দুঃখ ঘুঁচিয়ে দেয় আনন্দ সংবাদ – ফের কাজ শুরু হয় ছবির। তবে এও জানা যায়, ছবিতে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু। অনেকের মনে প্রশ্ন জাগে, তা হলে কি থাকছেন না সারা! কেননা, ততদিনে ছবিকে ঘিরে ইনস্টাগ্রামে সারার প্রস্তুতি পর্বের ভিডিয়ো দেখে নিয়েছেন সকলেই। এবার সেই উত্তরই জানা গিয়েছে।
ইন্ডাস্ট্রি সূত্র বলছে, সত্যি-সত্যিই নাকি সারা আলি খান অভিনয় করছেন না ‘দ্য ইম্মর্টাল অশ্বত্থামা’ ছবিতে। তিনি সরে গিয়েছেন নিজে থেকে। প্যানডেমিক পরবর্তী সময় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ছবির কাজ শুরু করা সিদ্ধান্ত নেন নির্মাতারা। চিত্রনাট্যেও বদল আনা হয়। চিত্রনাট্য পৌঁছায় সারার কাছেও। সেখানে তিনি লক্ষ্য করেন, তাঁর চরিত্রের বয়স অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নাকি একেবারেই ভাল লাগেনি সারার। তার উপর নতুন ডেটও পাওয়া যাচ্ছে না সারার। ফলে এই দুই কারণেই ছবি থেকে সরে যান সারা।
View this post on Instagram
অগত্যা, সারার চরিত্রটির বিকল্প কাউকে দরকার, যে দমদার, সারা দেশে যাঁর সুনাম আছে এবং ভিকির বিপরীতেও মানিয়ে যাবে যাঁকে। তাই সামান্থা রুথ প্রভুকে পছন্দ হয় নির্মাতাদের। শোনা যাচ্ছে, সবুজ সংকেত পাওয়া গিয়েছে সামান্থারও তরফেও।
যদিও নায়িকা বদলের এই ঘটনায় এখনও পর্যন্ত সারা কিংবা প্রযোজনার কেউই এ ব্যাপারে মুখ খোলেননি। পুরো বিষয়টাই ভাসছে ইন্ডাস্ট্রির বাতাসে।





