আর্থিক অনটনে অভিনেত্রী সবিতা বাজাজ, বাড়ি ভাড়া দেওয়ারও সামর্থ্য নেই
Savita Bajaj: ২০১৬-এ আর্থিক সমস্যায় সবিতাকে সাহায্য করেছিল রাইটার্স অ্যাসোসিয়েশন। সে সময় তাঁকে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়।
‘নিশান্ত’, ‘নজরানা’, ‘বেটা হো তো অ্যায়সা’র মতো ছবি করেছেন সবিতা বাজাজ। এক সময় বলিউডে যথেষ্ট জনপ্রিয় ছিলেন। প্রায় ৫০টির বেশি ছবি রয়েছে কেরিয়ারে। কিন্তু এখন বয়স হয়ে যাওয়ায় আর তেমন কাজ করতে পারেন না। চূড়ান্ত আর্থিক অনটনে পরিবারের সদস্যদের কাছ থেকেও গঞ্জনা শুনতে হচ্ছে তাঁকে।
সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে সবিতা বলেন, “আমার আর কোনও সেভিংস নেই। সব টাকা শারীরিক অসুস্থতায় খরচ হয়ে হিয়েছে। মুম্বইতে নিজের কোনও থাকার জায়গা নেই। ভাড়া দিতে হয় মাসে সাত হাজার টাকা। কী ভাবে চালাব, জানি না।”
২০১৬-এ আর্থিক সমস্যায় সবিতাকে সাহায্য করেছিল রাইটার্স অ্যাসোসিয়েশন। সে সময় তাঁকে এক লক্ষ টাকা তুলে দেওয়া হয়। তাঁর কথায়, “কাজ করে সব টাকা ফেরত দিতে চাইলেও শারীরিক কারণে আর কাজ করতে পারছি না। ২৫ বছর আগে দিল্লির বাড়ি ছেড়ে মুম্বই চলে এসেছিলাম। এত বছর প্রয়োজনে ওদের সাহায্য করেছি। এখন আমাকে সাহায্য করার মতো কেউ নেই।”
আর্থিক অনটনে একে একে গাড়ি, গয়না বেচে দিতে বাধ্য হন বলে জানিয়েছেন সবিতা। লকডাউনে তাঁর অবস্থা আরও খারাপ হয়েছে। প্রকাশ্যেই সাহায্যের আবেদন করছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
আরও পড়ুন, হরিবংশ রাইয়ের লেখা পাঠ করবেন অমিতাভ বচ্চন?