Shah Rukh Khan: ‘দার্শনিক পরে হবেন, আগে টাকা…’, ভক্তদের কী উপদেশ দিয়েছিলেন কিং খান
Shah Rukh Khan: জীবনের এই পর্যায় এসেও তিনি কঠিন বাস্তবকে বিন্দুমাত্র অস্বীকার করেন না। শাহরুখ খান কখনও-ই বলেন না আগে দর্শন, তিনি কখনই বলেন না জীবনে টাকার প্রয়োজন নেই। তাঁর কাছে ভাল থাকার মন্ত্রই হল, আগে নিজের প্রাথমিক চাহিদা মেটাতে হবে।
শাহরুখ খান, শূন্য থেকে কীভাবে তিলে তিলে স্বপ্ন বুঁনতে হয়, সেই সংজ্ঞা যেন শাহরুখ খানের হাতের মুঠোয়। মাত্র ২০০ টাকা পকেটে নিয়ে মুম্বইয়ের মায়া নগরীতে পা রেখেছিলেন শাহরুখ খান। প্রথমটায় কেবল না পাওয়া, ফিরে যাওয়া, আর একের পর এক রাত জাগার পালা। তবে প্রতিটা পলকে যখন তিনি অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটাচ্ছিলেন, তখন তাঁর ভাগ্য তাঁকে নিয়ে অন্য কাহিনি লিখছিলেন। একদিন গোটা বিশ্বে তিনি রাজত্ব করবেন। হয়ে উঠবেন প্রেমের মহানায়ক। হয়ে উঠবেন বক্স অফিসের কান্ডারি, হয়ে উঠবেন স্বপ্নের যাদুকর। তবে জীবনের এই পর্যায় এসেও তিনি কঠিন বাস্তবকে বিন্দুমাত্র অস্বীকার করেন না। শাহরুখ খান কখনও-ই বলেন না আগে দর্শন, তিনি কখনই বলেন না জীবনে টাকার প্রয়োজন নেই। তাঁর কাছে ভাল থাকার মন্ত্রই হল, আগে নিজের প্রাথমিক চাহিদা মেটাতে হবে।
এক সাক্ষাৎকারে শাহরুখ খানকে বলতে শোনা গিয়েছিল, দার্শনিক পড়ে হবেন, আগে অর্থ উপার্জন করুন। নিজের যাবতীয় চাহিদা মিটিয়ে ফেলুন। তারপর আপনি যা হতে চান, তাই হবেন, আর এই বিষয় কখনও কোনো দ্বিমত রাখবেন না। জানবেন প্রয়োজন মাথায় নিয়ে কখনই কোনও কাজ মন খুলে করা যায় না। তাই নিজের পরিবারকে দেখে রাখার জন্য, অভিভাবকদের দেখে রাখার জন্য আর সন্তানদের একটা সুস্থ জীবন দিতে সবার আগে প্রয়োজন অর্থ। এটা ভুললে চলবে না। এরপর আপনি অভিনেতা হন, গায়ক হন, লেখক হন, যা খুশি তাই করুন। কোনও সমস্যা নেই। তবে একটা বিষয় মাথায় রাখতেই হবে, যে কেবল অর্থের পিছনে ছুটলে চলবে না। তখন জীবনের লক্ষ্য হারিয়ে ফেলবেন। আমি বলছি, যেটা প্রয়োজন, সেটা মেটানোর মতো অর্থ যেন আপনার কাছে থাকে। তার পর আপনি যাই করবেন, তাতে অনেক বেশি শান্তি ও স্বস্তি থাকবে।