শাহরুখ খান, সলমন খান, বলিউডের দুই তুরুপের তাস। একে অন্যের সঙ্গে জুটি বেঁধে তাঁরা ছবি করেছিলেন মোট আট। তারপর অনেকটা সময়ের অপেক্ষা। ভাগ হয়ে গিয়েছিলেন এই দুই স্টারের ভক্তরাও। পাশাপাশি থাকার বদলে অনেকটা যেন বক্স অফিসের ঠাণ্ডা লড়াই চলছিল মুখোমুখি। তারপর ঠাৎই এক ঈদের সন্ধ্যায় সকল বিবাদ মিটে যায়। একে অন্যকে জড়িয়ে ধরতেই ভাইরাল হয়ে ওঠে সেই ভিডিয়ো। তবে থেকেই তাঁরা বন্ধু। একে অন্যের ছবিতে ক্যামিও করা থেকে শুরু করে একে অন্যের ছবির প্রচার, বিপদে মধ্য রাতে পৌঁছে যাওয়া, কোনওটাই এই দুই স্টারের তালিকা থেকে বাদ পড়ে না। এরপর ভক্ত মনে আজও উত্তেজনা সৃষ্টি হয় যখন শোনা যায় টাইগার বেশে শাহরুখ খানের পাঠান ছবিতে উপস্থিত থাকবেন শাহরুখ খান। যা শোনা মাত্রই অনেকেই খুশির হাওয়ায় ভেসেছিলেন। সেই প্রাপ্তি সেখানেই মেটেনি। বরং শোনা যায় টাইগার ছবিতেও পাঠান লুকে উপস্থিত থাকবেন শাহরুখ খান।
তবে কি চমক এখানেই শেষ? না, একেবারেই না। এবার আর ১০-১৫ মিনিটের যুগলবন্দি নয়, বরং টান টান অ্যাকশনে একে অন্যের বিপরীতে অভিনয় করতে চলেছেন বলিউডের পাঠান ও টাইগার। অর্থাৎ শাহরুখ খান ও সলমন খান। একই ছবির প্রস্তাব এবার নাকি দুই স্টারই গ্লহণ করে নিয়েছেন, এমনই খবর প্রকাশ্যে আনল পিঙ্কভিলা। আগেই শোনা গিয়েছিল এই দুই স্টার এক সঙ্গে ছবি করতে চলেছেন। ছবির নাম টাইভার ভার্সেস পাঠান। এই ছবির স্ক্রিপ্ট নাকি ইতিমধ্যেই দুই স্টারকে শোনানোর কাজ হয়ে গিয়েছে। দুজনেই নাকি ছবি করতে রাজি। একে অন্যের বিপরীতে কাজ করবেন বলেও মেলে খবর। আদিত্য চোপড়ার সঙ্গে প্রাথমিক পর্যায়ের বৈঠক হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ছবি পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। সব ঠিক থাকলে ছবি ফ্লোরে নামতে চলেছে ২০২৪-এর মার্চ মাসে।