তিনি বলিউডের বেতাজ বাদশা। তাঁর পরিচিতি সারা বিশ্বে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা শাহরুখ খানের ভক্তসংখ্যা অগুণতি। তবে জানেন ভোর চারটের সময় পরিচালকের দরজায় কড়া নেড়েছিলেন শাহরুখ। কেন জানেন? পরিচালই বা কে ছিলেন? সম্প্রতি সেই অতীতই টেনে এনেছেন খোদ পরিচালকদ্বয়। জীবনের প্রথম পুরস্কার জেতার পর পরিচালক আব্বাস-মুস্তানের বাড়িতেই সোজা হাজির হয়েছিলেন তিনি। ঘড়ি দেখেননি।
১৯৯২ সালে আব্বাস-মুস্তানের ‘বাজিগর’-এর মধ্যে দিয়ে মেগা ডেবিউ হয় তাঁর। ছবিটিতে তিনি কিন্তু ছিলেন অ্যান্টি-হিরোর ভূমিকায়। বক্স অফিস থেকে পুরস্কারের মঞ্চ– ওই ছবি কাঁপিয়ে দিয়েছিল। ওই ছবিটি সেই বছরই সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেত্রীর তকমাও ছিনিয়ে নেয়। পুরস্কার পান শাহরুখও। সম্প্রতি এক সাক্ষাৎকার আব্বাস-মস্তান বলেন, “রামজানের মাস ছিল। আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। তখন সকাল সাড়ে চারটে বাজে। আচমকাই আমার ডোর বেল বেজে ওঠে। স্ত্রী জানায়, শাহরুখ এসেছে। হাতে ট্রফি। আমাদের বলে, বাড়ি যেতে পারছি না যতক্ষণ না পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার জীবনে এটিই প্রথম পুরস্কার। আপনাদের থেকে আশীর্বাদ ও ভালবাসা নেওয়ার পরেই বাড়ি যাব আমি। গৌরী অপেক্ষা করছে। ওর সঙ্গেও এখনও দেখা হয়নি।” এর পর তাঁদের আশীর্বাদ নিয়েই বাড়ি ছাড়েন শাহরুখ। আব্বাস-মুস্তানের কথায়, “সেদিনই বুঝেছিলাম ওই পুরস্কার ওদেরই প্রাপ্য”। এর পর জীবনে বহু পুরস্কার এসেছে শাহরুখের। কিন্তু প্রথম যে কিছুই যে বড় মধুর, তা তিনি ভালই উপলব্ধি করেছিলেন। আর যাদের জন্য পুরস্কার পেলেন, তাঁদের শ্রদ্ধা জানাতেও ভোলেননি বলিউডের রাজা।