Dunki Vs Salaar: কড়া টক্করে শাহরুখ-প্রভাস, বক্স অফিস অতীতে এত বড় সংঘর্ষের সাক্ষী থাকেনি…

Box Office Fight: চলতি বছরের শাহরুখ খানের তৃতীয় ছবি অর্থাৎ ডানকি মুক্তি পেতে চলেছে ২২ ডিসেম্বর। এ খবর মিলেছিল আগেই। তবে এবার সামনে আসছে অন্য খবর। বড়দিনের উৎসবকেই নাকি লক্ষ্য করে ছবি মুক্তির কথা ভাবছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। যার ঝুলিতে একটা সময় বাহুবলি সাহোর মতো সুপারহিট ছবি রয়েছে।

Dunki Vs Salaar: কড়া টক্করে শাহরুখ-প্রভাস, বক্স অফিস অতীতে এত বড় সংঘর্ষের সাক্ষী থাকেনি...

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 26, 2023 | 2:15 PM

শাহরুখ খানের মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতাকে এখন সত্যি কি কোরও আছে? বরং কিং খানকে দেখলে এখন পথ ছাড়ছেন বাকি স্টাররা। একের পর এক ছবি মুক্তিতে যেভাবে তিনি ঝড় তুলেছেন, বক্স অফিসে তাতে একটা বিষয়ে স্পষ্ট হয়ে গিয়েছে, তাঁর সঙ্গে ছবি মুক্তি পাওয়া মানেই ব্যাপক ক্ষতির মুখ দেখা। অন্তত তাঁর শেষ মুক্তি পাওয়া দুই ছবি তেমনই ইঙ্গিত ছিল। সেই কারণেই ভীষণ মেপে ঝুপে পরিকল্পনা করে বলিউড পা ফেলছে বক্স অফিসে। যার জন্য রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল ছবিকেও এক ধাক্কায় পিছিয়ে দেওয়া হল। কিন্তু এবার শোনা যাচ্ছে অন্য খবর। ভারতের সিনে দুনিয়ার দুই সুপারস্টার নাকি মুখোমুখি লড়াই করতে চলেছেন।

চলতি বছরের শাহরুখ খানের তৃতীয় ছবি অর্থাৎ ডানকি মুক্তি পেতে চলেছে ২২ ডিসেম্বর। এ খবর মিলেছিল আগেই। তবে এবার সামনে আসছে অন্য খবর। বড়দিনের উৎসবকেই নাকি লক্ষ্য করে ছবি মুক্তির কথা ভাবছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস। যার ঝুলিতে একটা সময় বাহুবলি সাহোর মতো সুপারহিট ছবি রয়েছে। কিন্তু শেষ দুই ছবি ফ্লপ হওয়ায় প্রভাসকে নিয়ে চিন্তার ভাঁজ এখন ভক্তদের কপালে। সালার ছবি যে দর্শক মহলে এক উত্তেজনা সৃষ্টি করেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটি মানেই যে হিট…।

সেক্ষেত্রে ছুটির মরশুমে এই দুই সর্বাধিক চর্চিত ছবি একইসঙ্গে মুক্তি পাওয়াটা কি আদপে বক্স অফিসের জন্য সুখকর হবে? বর্তমানে শাহরুখ খানের যে দৌর, তার মুখে দাঁড়িয়ে পাল্লা দিয়ে দর্শকমহলে জায়গা করে নেওয়াটা কি সত্যি খুব সহজ কাজ? সালার ছবি ডিসেম্বরের মুক্তির সম্ভাবনার কথা সামনে আসতেই এমনই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। একের পর এক স্টার যখন ছবি মুক্তির ক্ষেত্রে শাহরুখ খানকে এড়িয়ে চলছেন, সেখানে দাঁড়িয়ে রীতিমতো শাহরুখের মুখোমুখি টক্করে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে চলেছেন প্রভাস। বক্স অফিসে এত বড় ফাইট অতীতে হয়নি। তাই পাকাপোক্ত খবরের অপেক্ষায় এখন পলক গুনছেন ভক্তরা। সত্যি কি প্রভাস এমনই সিদ্ধান্ত নিতে চলেছেন! নাকি সবটাই জল্পনা কিংবা রটনা? তা নিয়েও প্রশ্ন উঠছে একাধিক মহলে।