Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aryan Khan drug case: খাওয়া বন্ধ, ঘুম নেই, আরিয়ানের গ্রেফতারিতে একেবারে ভেঙে পড়েছেন শাহরুখ

Aryan Khan drug case: নাম প্রকাশে অনিচ্ছুক শাহরুখের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, “শাহরুখ খাচ্ছেও না, ঘুমোচ্ছেও না। এমনিতেই ও মাত্র কয়েক ঘণ্টা ঘুমোয়। কিন্তু এখন সেটুকু নেই।”

Aryan Khan drug case: খাওয়া বন্ধ, ঘুম নেই, আরিয়ানের গ্রেফতারিতে একেবারে ভেঙে পড়েছেন শাহরুখ
বলিউডে বাদশা তিনি। সেই ৯০ দশক থেকে নিজের অভিনয় দক্ষতার জোরে জায়গা করে নিয়েছেন অনুরাগী মহলে। এ হেন শাহরুখ খানের জীবনেও বার বার এসেছে বিতর্ক। সম্প্রতি তাঁর ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে অভিযুক্ত। রয়েছেন জেল হেফাজতে। এসআরকে নিজের জীবনেও আলোচনা নচেৎ কম নয়। দেখে নিন শাহরুখের জীবনের কিছু আলোচিত বিতর্ক।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 5:10 PM

গত ২ অক্টোবর মাদক মামলায় প্রথমে আটক পরে ছেলে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর অনেকটাই বদলে গিয়েছে শাহরুখ খানের জীবন। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা। হাতছাড়া হয়েছে বেশ কিছু বিজ্ঞাপনের কাজ। বলি মহলের অনেকেই প্রকাশ্যে শাহরুখের পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু এই সময়টা শাহরুখের জন্য বাবা হিসেবে অত্যন্ত কঠিন। তাঁর ঘনিষ্ঠরা বলছেন, ভিতরে যতই টেনশন থাকুক না কেন, বাইরে থেকে নাকি একেবারে শান্ত হয়ে গিয়েছেন কিং খান।

নাম প্রকাশে অনিচ্ছুক শাহরুখের এক ঘনিষ্ঠ বন্ধু বলেন, “শাহরুখ খাচ্ছেও না, ঘুমোচ্ছেও না। এমনিতেই ও মাত্র কয়েক ঘণ্টা ঘুমোয়। কিন্তু এখন সেটুকু নেই।” এক পরিচালক জানান, এখন আর শাহরুখ কিং খান নন। তাঁর এখন একমাত্র পরিচয় ছেলের বিপদে ভেঙে পড়া বাবা।

আরিয়ানের ঘটনায় এখনও পর্যন্ত মিডিয়ার সামনে আসেননি শাহরুখ এবং গৌরী। শোনা যাচ্ছে, মুম্বইয়ের বাংলো মন্নতের বাইরেই নাকি তাঁরা বেরনো বন্ধ করে দিয়েছেন। অন্য একটি সূত্র বলছে, একেবারে ভেঙে পড়েছেন শাহরুখ। তাঁর এবং তাঁর পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছেন বলে খবর।

মাদক-কাণ্ডে আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন আরিয়ান। তাঁর আইনজীবীরা বারবার জামিনের আর্জি জানিয়েছেন। আগামী বুধবার মুম্বইয়ের বিশেষ আদালতে আরিয়ানের জামিনের আবেদনের শুনানি হবে। সোমবার মুম্বইয়ের বিশেষ আদালতের তরফে জানানো হয়েছে, মাদক কান্ডে আরিয়ান খানের জামিনের আবেদন শোনা হবে আগামী ১৩ অক্টোবর।

এ দিকে এই মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর তরফে জবাব দেওয়ার জন্য বুধবার পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি ভিভি পাটিল। সোমবার মুম্বইয়ের বিশেষ আদালতে আরিয়ান খানের পক্ষে সওয়াল করেন আইনজীবী অমিত দেশাই ও আইনজীবী সতীশ মানেশিন্ডে। এ দিন আদালতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তাঁরা। অন্যদিকে এনসিবির পক্ষে আইনজীবী এসপিপি এএম চিমালকার জানান, মামলার তদন্ত চলছে। প্রমাণ জোগাড় করা হচ্ছে। এক সপ্তাহ সময় চান তিনি।

আরিয়ানের আইনজীবী জানান, গত শনিবার থেকে হেফাজতে রয়েছেন আরিয়ান খান, অথচ শুধুমাত্র রবিবার এক বারের জন্য তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। আইনজীবীরা উল্লেখ করেন, এই মামলায় যাঁরা গ্রেফতার হয়েছে, তাঁদের মধ্যে একমাত্র আরিয়ানের কাছ থেকেই কোনও ড্রাগ বা বেআইনি কোনও জিনিস পাওয়া যায়নি। সাতদিনের বদলে যাতে এনসিবি একদিন সময় নেয়, সেই আর্জি জানান আরিয়ানের আইনজীবী। অন্যদিকে এনসিবির তরফ থেকে বলা হয় জবাব দেওয়ার জন্য সাতদিন সময় দেওয়া প্রয়োজন।

আপাতত এনসিবির হেফাজতে নয় আরিয়ান সহ বাকি অভিযুক্তরা আদালতের নির্দেশ অনুযায়ী রয়েছেন বিচারবিভাগীয় হেফাজতে। জামিন পেলে প্রভাব খাটিয়ে আরিয়ান প্রমাণ নষ্ট করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিল এনসিবি। এনসিবি তরফে বলা হয়েছিল, এরা প্রভাবশালী ব্যক্তি। প্রমাণ নষ্ট করার একটা সুযোগ থাকতেই পারে। এই সময়ে জামিন তদন্তের কাজে বাধা সৃষ্টি করতে পারে বলে দাবি করে এনসিবি।

আরও পড়ুন, Samantha Prabhu: খুনের হুমকি পেলেন সামান্থার স্টাইলিস্ট প্রীতম জুকালকার! কিন্তু কেন?