গত ৯ জুন ডিজনি প্লাস হটস্টারে প্রিমিয়ার হল টম হিডেলস্টোন অভিনীত ‘লোকি’। তারপর থেকে মার্বেল ফ্যানেরা উচ্ছ্বসিত তাঁদের কমিক চরিত্র এবং টমকে নিয়ে। অন্যদিকে টম হিডেলস্টোন যে শাহরুখ খানের ভক্ত তা কি জানতেন?
সম্প্রতি, ‘লোকি’ সিরিজের প্রচারে একটি ভিডিয়োতে মজার এক খেলার ফাঁকে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন টম। খেলাটি ছিল এমন—বিভিন্ন শব্দ শুনে টমকে বলতে হবে যে শব্দটি শোনার পর প্রথমেই তাঁর মাথায় কী আসে? এ খেলায় তাঁকে জিজ্ঞেস করা হয় ‘ভারত?’ টম সটান উত্তর দেন শাহরুখ খান। ফের তাঁকে যখন প্রশ্ন করা হয় ‘বলিউড?’ টম বলেন, ‘আমি কি শাহরুখ খান আবার বলতে পারি? আবার শাহরুখ খান।’
You are kind, God of Mischief… hope there’s no mischief behind this claim though. Lots of love Tom and can’t wait to binge Loki!!! Starting now- Ep 1! https://t.co/MFTJBHCtJu
— Shah Rukh Khan (@iamsrk) June 11, 2021
টমের এই উত্তর জানতে পেরেছেন স্বয়ং এসআরকে। তা জানতে পেরেই টমকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করেন শাহরুখ। টমের ভিডিয়োটি শেয়ার করে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় সুপারস্টার লেখেন,’দুস্টুমির দেবতা দেখছি বেশ স্নেহশীল। যাই হোক, আশা করি এই যে আমার বিষয়ে যা বলেছ তাতে কোনও দুস্টুমি লুকিয়ে নেই। ‘লোকি’-র প্রথম পর্ব দেখা শুরু করেছি। বিঞ্জ ওয়াচ করার আর অপেক্ষা করতে পারছি না!’
They say time is measured in days, months and beards….Time now for a trim and get back to work I guess…Wishing everyone who is getting back to a bit of normalcy…safe and healthy days and months of work ahead….love u all. pic.twitter.com/sKtheJ3m1E
— Shah Rukh Khan (@iamsrk) June 11, 2021
টম হিডেলস্টোনকে ‘ভারতের শহর?’ প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘চেন্নাই’। তিনি আরও বলেন যে তাঁর বোন চেন্নাইয়ে থাকতেন এবং টম নিজে চেন্নাইয়ে বেশ কয়েকবার এসেছেন।