বিপত্তিতে শাহরুখ খান। শ্রীনগরে গিয়ে তাঁকে পড়তে হল চরম অস্বস্তির মুখে। ঘটনার ভিডিয়োও এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঠিক কী ঘটেছে? শ্রীনগরে ‘ডানকি’র শুটিং করেছেন শাহরুখ খান। সঙ্গে ছিলেন সহ অভিনেত্রী তাপসী পান্নুও। শ্রীনগর বিমানবন্দরের যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে, সেখানে তাঁকে ঘিরে ধরছেন উত্তেজিত জনতা। শুরু হয়ে গিয়েছে ধাক্কাধাক্কি। ভিড়ের চোটে কার্যত পড়ে যাওয়ার অবস্থা নায়কের। তাঁকে দেখে চতুর্দিকে বাঁধভাঙা উচ্ছ্বাস। জনতার কোলাহলে কান পাতা দায়! এই ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড়। হতেই পারেন তিনি তারকা। কিন্তু নিজেদের ইচ্ছে পূরণে এ হেন ব্যবহার! একেবারেই খুশি নন শাহরুখ ভক্তরা। শুরবার রাতে ‘ডানকি’র কাশ্মীর শুটিং শেষ করে মুম্বইয়ে ফিরেছেন তিনি। তবে মুম্বইয়ে ফিরে এ হেন ঘটনার সম্মুখীন হয়ে হয়নি তাঁকে। সেখানে ব্যবস্থা ছিল বেজায় আঁটসাঁট।
প্রসঙ্গত, কাশ্মীরের শুটিং চলাকালীন বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছিল। কাশ্মীরের সোনামার্গে শুটিং করতে দেখা গিয়েছিল তাঁদের। ছবিটির পরিচালক রাজকুমার হিরানী। এর আগে বহু বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তবে শাহরুখ খানের সঙ্গে এই প্রথম বার কাজ করতে চলেছেন রাজকুমার। ছবিতে শাহরুখ ছাড়া রয়েছেন ভিকি কৌশল ও তাপসী পান্নু। সব ঠিক ঠাক থাকলে এই ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি। এর আগে এই বছরের শুরুতে মুক্তি পেয়েছিল শাহরুখের ছবি ‘পাঠান’। ওই ছবি ব্যাপক হিট হয়েছিল।
প্রথম থেকেই শাহরুখের এই ছবি নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পেতেই বিতর্ক শুরু হয়। সিনেমার অভিনেত্রী দীপিকা পাডুকোনের একটি বিকিনি দৃশ্য নিয়ে আপত্তি করা হয়। জায়গায় জায়গায় এই দৃশ্য বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভও শুরু হয়। বিতর্কে রং লাগে রাজনীতিরও। গেরুয়া রঙের বিকিনি পরার কারণে ক্ষমা চাইতে হবে, এমন দাবি জানান বেশ কয়েকজন বিজেপি নেতা (BJP Leaders)। যদিও বিজেপির জাতীয় কার্যনির্বাহী বৈঠকে দলীয় নেতাদের সিনেমা নিয়ে ‘অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকে বয়কট ট্রেন্ড কিছুটা সামলানো সম্ভব হয়। যদিও ছবি নিয়ে চিন্তায় ছিলেন শাহরুখ। কিন্তু বিতর্কের মুখে তুড়ি মেরে এ বছরের এ যাবৎ সবচেয়ে হিট ছবিটি উপহার দিয়েছেন শাহরুখ। ‘ডানকি’র ক্ষেত্রে কী হয়? তা দেখতেই মুখিয়ে সকলে।
SRK fan frenzy at Srinagar Airport ?#ShahRukhKhan? #SRK? #Dunki #Jawan pic.twitter.com/umsKWWRdA6
— SRK’s Vasim (@iamvasimt) April 28, 2023