Shah Rukh Khan: স্ত্রীর সমস্যা মেটানোর আর্জি, ভক্তদের প্রশ্ন শুনে এ কী বললেন শাহরুখ

Viral News: নতুন কোনও জ্যঁ ছবি করার লক্ষ্যে ছিলেন তিনি। তবে তেমনটা হয়নি, ভাগ্যে ছিল অন্য কিছু আর তিনি হয়ে গেলেন বলিউডের রোম্যান্সের কিং।

Shah Rukh Khan: স্ত্রীর সমস্যা মেটানোর আর্জি, ভক্তদের প্রশ্ন শুনে এ কী বললেন শাহরুখ

| Edited By: জয়িতা চন্দ্র

Aug 28, 2023 | 12:28 PM

আর মাত্র এক সপ্তাহর অপেক্ষা, মুক্তি পেতে চলেছে চলতি বছরে শাহরুখ খানের দ্বিতীয় ছবি জওয়ান। ছবি নিয়ে ভক্তমনে উত্তেজনার পারদ প্রথম থেকেই ছিল তুঙ্গে। ৫৭ বছর বয়সে এসে এভাবেও যে মহিলা মহলে রোম্যান্সের আমেজ বজায় রাখা যায়, অ্যাকশনে ধামাকা করা যায়, তার প্রমাণ ইতিমধ্যেই ছবি ট্রেলারে দিয়ে দিয়েছেন শাহরুখ খান। কেরিয়ারের শুরুতে শাহরুখ খান চেয়েছিলেন অ্যাকশন হিরো হতে, কারণ সেই সময় সলমন খান ও আমির খান দুজনেই রোম্যান্টিক ছবিতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। তাই প্রাথমিকভাবে শাহরুখ খান মনে করেছিলেন তিনি হয়তো এদের সঙ্গে পাল্লা দিয়ে পেরে উঠবেন না। তাই নতুন কোনও জ্যঁ ছবি করার লক্ষ্যে ছিলেন তিনি। তবে তেমনটা হয়নি, ভাগ্যে ছিল অন্য কিছু আর তিনি হয়ে গেলেন বলিউডের রোম্যান্সের কিং।

তবে মনের সেই সুপ্ত বাসনা ৫০ পেরিয়ে পর্দায় ফুটিয়ে তুললেন শাহরুখ খান। ডন ছবিতে তাঁকে অ্যাকশন দিচ্ছে দেখা গিয়েছিল, অন্যদিকে কেরিয়ারে এমন অনেক ছবি আছে যেখানে ভিলেন শাহরুখ খান অনেক বেশি জনপ্রিয়। তবে একটা সময় পর ছকভঙা চরিত্রে আর পাওয়া যায়নি তাঁকে। এরপর সকলের মাঝে ঝড় তুলল ২০২৩ সালে মুক্তি পাওয়া পাঠান। বলিউডের এই রোম্যান্টিক স্টার যে অ্যাকশনেও যে সমানতালে পারদর্শী তা ইতিমধ্যেই প্রমাণিত। তাই জওয়ান ছবিও যে দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করবে তার ইঙ্গিত আগে থেকেই মিলেছে। যদিও শাহরুখ খান বর্তমানে ছবির প্রচারে ব্যস্ত নয়। হাতে গুনে আর মাত্র দশ দিন বাকি ছবি মুক্তিতে। এরই মাঝে শাহরুখ খান একেবারেই ঘরবন্দি।

পাঠান ছবির সময় থেকেই তিনি স্থির করেছিলেন ছবির প্রচারের সংবাদমাধ্যমের মুখোমুখি তিনি হবেন না। বরং সোশ্যাল মিডিয়ায় হাজির হবেন ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে। আর কত কয়েক মাস ধরে নিয়মিত এই রুটিন মেনে চলেছেন শাহরুখ খান। আর সেই নিয়ম মেনে এবার সোশ্যাল মিডিয়ায় তিনি হাজির হতেই এক ভক্ত নিজের স্ত্রীকে নিয়ে অভিযোগ করে বসলেন শাহরুখ খানের কাছে। তিনি লিখলেন, শাহরুখ খানের ছবি তিনি সময়ে দেখতে পছন্দ করেন। কিন্তু তাঁর স্ত্রী প্রতিবার দেরি করে দেন। পাঠান-এর ক্ষেত্রেও তাই হয়েছিল। কী করলে তাঁর স্ত্রী সময়মতো প্রেক্ষাগৃহে পৌঁছবে? তার উপায় জানতে চান শাহরুখ খানের কাছে এই ভক্ত। প্রশ্ন দেখে এড়িয়ে না গিয়ে শাহরুখ খান সরাসরি উত্তর দিয়ে বসেন, ”আমি আমার নিজের সমস্যায় সামলাতে পারছি না, তার ওপর আপনি আপনার সমস্যা আমার উপর চাপিয়ে দিচ্ছেন। এমন কোনও ব্যাপার নেই আমি প্রত্যেক স্ত্রীদের উদ্দেশ্যে জানাব কোনরকম চাপ না নেই প্রেক্ষাগৃহে আনন্দ করে জওয়ান দেখুন।”