Ayushmann-Shah Rukh:আয়ুষ্মানের আদর্শ শাহরুখ, তাঁর সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা কেমন ছিল?

Ayushmann-Shah Rukh:ছবির মাধ্যমে সারা ভারতবাসীকে এক হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। সামাজিক-রাজনৈতিক পটভুমিকায় থ্রিলার ছবি এটি।

Ayushmann-Shah Rukh:আয়ুষ্মানের আদর্শ শাহরুখ, তাঁর সঙ্গে প্রথম দেখা হওয়ার অভিজ্ঞতা কেমন ছিল?
আয়ুষ্মান খুরানা

| Edited By: Mahuya Dutta

May 26, 2022 | 2:15 PM

আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। সিনেমার জগতের মানুষ নন। কিন্তু এখন তিনি বলিউডের অন্যধারার ছবির জন্য পরিচালকদের প্রথম পছন্দ। আয়ুষ্মান কেরিয়ার শুরুই করেছিলেন ভিকি ডোনার ছবি দিয়ে। স্পাম ডোনারের ভূমিকায় অভিনয় প্রথম ছবিতে, সেটা কজন সাহস করে করতে পারেন। সেই কথা ধরেই তিনি নিজেকে বলিউডের সাহসী অভিনেতা বলেছিলেন। এই শুক্রবার তাঁর ছবি ‘অনেক’ মুক্তি পাচ্ছে। ছবির মাধ্যমে সারা ভারতবাসীকে এক হওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। সামাজিক-রাজনৈতিক পটভুমিকায় থ্রিলার ছবি এটি। অনুভব সিনহা পরিচালিত এই ছবি দেশের একটা বড় সমস্যাকে চোখে আঙুল দিয়ে দেখাবে। ভারতের উত্তর-পূর্ব, যাকে সেভেন সিস্টার বলে, সেখানকার মানুষের কষ্ট, সমস্যা তুলে ধরবে এই ছবি। ট্রেলার দেখেই তা আন্দাজ করা যাচ্ছে।

ছবির প্রচারে এই মুহূর্তে ব্যস্ত আয়ুষ্মান। এমনই এক প্রাচারে তাঁর আদর্শ শাহরুখ খান প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, শাহরুখকে দেখেই তাঁর সিনেমা জগতে আসা। তাঁকে দেখেই মাস কমিউনেকেশন নিয়ে পড়া। এর জন্য তিনি খুব মন দিয়ে পড়াশোনা করে কলেজে টপার হয়েছিলেন। শাহরুখ খানকে দেখে উজ্জীবিত হয়েছিলেন ছাত্রাবস্থায়। তিনি তাঁকে নিজের আদর্শ করেই জীবনে চলার পথা ঠিক করেন।

শাহরুখ খানের সঙ্গে প্রথম দেখা কেমন ছিল তাঁর? এই নিয়ে অভিনেতার স্মৃতিচারণ, “মনে আছে আমাদের প্রথম সাক্ষাৎকারে কথা। তখন আমি রেডিয়োতে কাজ করি। শাহরুখ খানের সাক্ষাৎকার নেওয়ার একটা সুযোগ আসে। কিন্তু আমি তাঁর সাক্ষাৎকার নিতে পারিনি, কারণ তিনি একটি বিজ্ঞাপনের শুট করছিলেন। খুব ব্যস্ত ছিলেন। ফলে ৬-৭ ঘণ্টা অপেক্ষা করে চলে আসি। স্টুডিয়োতে ফিরে নিজের শো করি। আমি প্রথম তাঁকে সেটে দেখি শুটিং করতে”।