Jawan Kolkata Celebration: ভোর থেকে শহরজুড়ে ‘জওয়ান’ সেলিব্রেশন, সামিল হলেন অ্যাসিড আক্রান্তরাও

Celebration: এক ভক্তের কথায়, গতকাল ভোর থেকেই আমরা এখানে আছি, সেলিব্রেশন করছি। আজ সেলিব্রেশন শেষ হবে। কেউ না কেউ কিছু না কিছু না কিছু নিয়ে চলে আসছে।

Jawan Kolkata Celebration: ভোর থেকে শহরজুড়ে 'জওয়ান' সেলিব্রেশন, সামিল হলেন অ্যাসিড আক্রান্তরাও
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 10:19 AM

বুধবার রাত থেকেই শুরু হয়ে গিয়েছিল সেলিব্রেশন পর্ব। খোদ শাহরুখ খান ছিলেন রাত জেগে বসে। ভোর হলেই সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের এক ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, ”তোমাদের অনেক ভালবাসা। আশা করব তোমরা আনন্দ পাবে। সারা রাত জেগে ছিলাম, তোমাদের প্রেক্ষাগৃহে যেতে দেখব বলে…।” গোটা ভারতে প্রথম জওয়ান শোয়ের সাক্ষী থাকে বাংলা। নিউটাউনের এক মাল্টিপ্লেক্সে কাকভোর থেকেই ভিড় ছিল নজরে পড়ার মতো। ভক্তদের হাতে ছিল পোস্টার, মিছিল করে সকলেই একসঙ্গে ছবি দেখতে প্রেক্ষাগৃহে হাজির হয়ে থাকেন। এদিন সাধারণ মানুষের সঙ্গে ছিলেন সেলিব্রিটিরাও। অভিনেত্রী তৃণা সাহা ও নীল ভট্টাচার্য এদিন সকাল সকাল পৌঁছে গেলেন প্রেক্ষাগৃহে। বৃষ্টি মাথায়েই ভক্তদের ভিড়।

পাঠান-এর পর জওয়ান, ইতিমধ্যেই একাধিক রেকর্ড গড়েছে এই ছবি। অন্যদিকে বসুশ্রী সিনেমা হলের সামনেও ছবিটা ছিল চোখে পড়ার মতো। এক ভক্তের কথায়, গতকাল ভোর থেকেই আমরা এখানে আছি, সেলিব্রেশন করছি। আজ সেলিব্রেশন শেষ হবে। কেউ না কেউ কিছু না কিছু না কিছু নিয়ে চলে আসছে। এদিন অ্যাসিড আক্রান্তদেরও বসুশ্রীর সামনে উপস্থিত হতে দেখা যায়। হাসি মুখে এক ভক্ত বললেন, ওনার ছবি মানে তো দারুণ হবে, আমরা আমাদের জীবন দিয়ে শাহরুখ খানকে ভালবাসি। না, কেবল পর্দার শাহরুখ খানের জন্য এই উন্মাদনা হতে পারে না, কোথাও গিয়ে ব্যক্তি শাহরুখ খানও যেন পরতে পরতে এই সকলকে প্রভাবিত করেছে। এদিনের এই ছবি যেন তারই প্রমাণ।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ছবি থেকে ভিডিয়ো। কোথাও দেখা যাচ্ছে শাহরুখ খানের পোস্টারে মালা পরাতে, কোথাও আবার দেখা যাচ্ছে ঢোল নাগাড়া নিয়ে সেলিব্রেশনে। আর সবটাই নজরে রয়েছে কিং খানের। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে পোস্ট করছেন তিনি। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ‘জওয়ান’ ছবি নাকি বেশ ভাল লাগছে ভক্তদের।