Jawan: ঘন, কালো কেশরাশি নয়! ন্যাড়া মাথার মেয়েদেরই পছন্দ শাহরুখের

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 15, 2023 | 2:59 PM

SRK: এই মুহূর্তে শাহরুখ খান রয়েছেন সপ্তম স্বর্গে। তাঁর 'জওয়ান' বক্স অফিসে প্রায় ৭০০ কোটির কাছাকাছি ব্যবসা করে ফেলেছে। ছবিতে শাহরুখ খান যে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন এ কথা কারও অজানা নেই আর।

Jawan: ঘন, কালো কেশরাশি নয়! ন্যাড়া মাথার মেয়েদেরই পছন্দ শাহরুখের
শাহরুখ খান।

Follow Us

 

এই মুহূর্তে শাহরুখ খান রয়েছেন সপ্তম স্বর্গে। তাঁর ‘জওয়ান’ বক্স অফিসে প্রায় ৭০০ কোটির কাছাকাছি ব্যবসা করে ফেলেছে। ছবিতে শাহরুখ খান যে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন এ কথা কারও অজানা নেই আর। বাবা ও ছেলে দু’জনের চরিত্রেই অভিনয় করেছেন তিনি। বাবা শাহরুখকে দেখা গিয়েছে ন্যাড়া মাথায়, ইংরেজিতে যাকে বলে ‘Bald Look’… সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের বক্তব্য, তাঁর নাকি ন্যাড়া মেয়েদেরই পছন্দ! কী? অবাক হচ্ছেন? ঘন কালো কেশরাশি ছেড়ে কেন হঠাৎ ন্যাড়া মাথায় মজলেন কিং খান? শাহরুখ জানান, ছবিতে তাঁর যে ওই Bald look তা মোটেও প্রথমে ঠিক হয়নি। তিনি নিজেই ঠিক করেন। যদিও কাছের বন্ধুরা বারণ করেছিলেন। তাঁরা ভেবেছিলেন, ন্যাড়া মাথার শাহরুখকে মোটেও আপন করে নেবেন না দর্শক।

তবে শাহরুখ নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। তিনি ন্যাড়া মাথার মেয়ে পছন্দ করেন, তাই মেয়েদেরও তাঁর ওই লুক পছন্দ হবে বলেই আত্মবিশ্বাসী ছিলেন তিনি। আর হয়েছেও তাই। শাহরুখের ওই লুকেই মজেছেন দর্শক। অ্যাংরি-ওল্ডম্যান লুক ঘুম কেড়েছে কুড়ির তরুণীরও। শুধু কি তাই? দু’ঘণ্টা মেকআপ করার ঝক্কিও নেই। সব মিলিয়ে সোনায় সোহাগা।

হিরোর চরিত্রে অভিনয় করতে করতে একঘেয়ে ভাব এসে গিয়েছিল শাহরুখের। তাই এবারে তিনি বেছে নিয়েছেন এমন এক হিরো যে হিরো নাকি ভিলেন, তা নিয়ে এক মুহূর্তের জন্য হলেও সন্দিহান হয়ে পড়তে পারেন আপনিও। প্রসঙ্গত, ‘জওয়ান’ ছবির পরিচালক অ্যাটলি কুমার। ছবিতে শাহরুখ খান ছাড়াও রয়েছে নয়নতারা থেকে শুরু করে বিজয় সেতুপতিসহ অন্যান্য।

Next Article