Pathaan Trailer: কবে মুক্তি পাচ্ছে পাঠান ট্রেলার, অবশেষে সামনে এল তারিখ

Pathaan: ছবি মুক্তিতে আর বেশিদিন নেই, কবে মুক্তি পাবে ট্রেলার! ছবি নিয়ে বিতর্ক এড়াতেই কি ট্রেলার মুক্তি আটকে রেখেছে ছবি নির্মাতা সংস্থা!

Pathaan Trailer: কবে মুক্তি পাচ্ছে পাঠান ট্রেলার, অবশেষে সামনে এল তারিখ

| Edited By: জয়িতা চন্দ্র

Jan 04, 2023 | 1:37 PM

আর মাত্র ২০ দিনের অপেক্ষা। ঝড়ের গতিতে ভাইরাল এখন শাহরুখ খান অভিনীত ছবি পাঠান-এর সমস্ত খবর। কখনও সামনে উঠে আসতে দেখা যাচ্ছে ছবির গান ঘিরে বিতর্ক, কখনও আবাক সামনে উঠে আসতে দেখা যাচ্ছে ছবিতে থাকা বোল্ড দৃশ্য  নিয়ে চর্চা তুঙ্গে। অবশেষে সমস্ত বিতর্ককে ছাপিয়ে মাঠে নামল সেন্সর বোর্ড। কারণ একটাই, প্রতিটা পদক্ষেপে যেভাবে পাঠান ছবিকে নিয়ে বিভিন্ন মহলে চর্চা তুঙ্গে ওঠে, তার জেরেই ছবির পায়ে লাগাম পরালো এবার বোর্ড। কোনও সম্প্রদায়ের ভাবাবেগে যাতে কোনও ছবি আঘাত না করে, সেই বিষয় নদর রেখেই পাঠান ছবিকে বেশ কয়েকটি নির্দেশ দেওয়া হয়। যার মূলে রয়েছে বেশ কিছু বদলের নির্দেশ। ছবির গানের দৃশ্য থেকে শুরু করে ছবির দৃশ্যে পোশাকের রঙ, অনেককিছুই বাদ দিতে হবে। যদিও ছবির ট্রেলারই এখনও দেখেনি কেউ-ই।

ছবি মুক্তিতে আর বেশিদিন নেই, কবে মুক্তি পাবে ট্রেলার! ছবি নিয়ে বিতর্ক এড়াতেই কি ট্রেলার মুক্তি আটকে রেখেছে ছবি নির্মাতা সংস্থা! এমনই প্রশ্ন যখন সিনেপাড়া ঘুড়ে ফিরছে, ঠিক তখনই কোথাও গিয়ে যেন আবারও চর্চার কেন্দ্রে জায়গা করে নেয় পাঠান। কারণ অবশেষে প্রকাশ্যে এল ছবির ট্রেলার মুক্তির দিন। ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছবির ট্রেলার। তার আগে কি সেন্সরের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় বদল ঘটিয়ে ফেলা সম্ভবপর?

সে প্রশ্নের উত্তর এখনই না মিললেও কোথাও গিয়ে যেন ছবির মুক্তি নিয়ে প্রশ্ন তুলছে একশ্রেণী। তাঁদের কথায় ছবি সঠিক সময় আদৌ মুক্তি পাওয়া সম্ভবপর হবে তো! ছবির পরতে-পরতে থাকা এত বদল কি যথা সময় পাল্টে ফেলা সম্ভব! সে প্রশ্নের উত্তর এখনই মিলছে না। কারণ এই নিয়ে কোনও সঠিক উত্তরই মিলছে না বি-টাউনে। অন্যদিকে যেহেতু ইতিমধ্যেই ছবির টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে, তাই ছবির মুক্তি পিছনোর কোনও সম্ভাবনাই দেখছে না কিং ভক্তরা।