Shah Rukh Khan: অস্ত্রোপচারের খবর মিথ্যে, ‘কোথায় সেলাই?’ প্রকাশ্যে শাহরুখের ভিডিয়ো

Update: বিদেশের মাটিতে শাহরুখ খান থাকাকালীন নাকি এমন কাণ্ড ঘটে। খবর প্রকাশে আসতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়। সকলেই উদ্বেগ প্রকাশ করেছিলেন শাহরুখ খানকে নিয়ে।

Shah Rukh Khan: অস্ত্রোপচারের খবর মিথ্যে, 'কোথায় সেলাই?' প্রকাশ্যে শাহরুখের ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 4:29 PM

সম্প্রতি এক ভয়ানক খবর সামনে আসে, শাহরুখ খান শুটিং করতে গিয়ে গুরুতর জোট পেয়েছেন। নাক থেকে কিছুতেই বন্ধ হচ্ছে না রক্তক্ষরণ। যার জেরে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখান থেকেই তাঁর অপারেশন হয় বলে মিলেছিল খবর। খবর রটেছিল বিদেশের মাটিতে শাহরুখ খান থাকাকালীন নাকি এমন কাণ্ড ঘটে। খবর প্রকাশে আসতেই ঝড়ের গতিতে তা ভাইরাল হয়। সকলেই উদ্বেগ প্রকাশ করেছিলেন শাহরুখ খানকে নিয়ে। তাই নাকি নাকে ব্যান্ডেজ বাঁধা, তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন এমনও খবর মিলেছিল ঘনিষ্ট সূত্রে। তবে রাত পোহাতে না প্রভাতেই সে খবরকে মিথ্যে বলে উড়িয়ে দিল অপর এক সূত্র। সদ্য তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা যায়। তবে মুখ ঢেকে নয়, প্রকাশ্যে পাপারাৎজিদের সামনে দিয়েই বেরিয়ে গেলেন শাহরুখ খান।

সকলেই অপেক্ষায় ছিলেন, হয়তো আহত অবস্থায় ফিরছেন তিনি। কিন্তু কোথায় ব্যান্ডেজ, কোথায় নাকের ক্ষত, পরিষ্কার ঝকঝকে মুখ দেখে হাসি ফিরল শাহরুখ ভক্তদের মুখে। তবে দুর্ঘটনার খবর? তা নাকি মিথ্যে। হিন্দুস্তান টাইমস-এ বেরোনো এক প্রতিবেদন স্বস্তি ফেরালো ভক্তদের মনে। এক সূত্র মারফত এই সংবাদ মাধ্যম জানতে পারে, শাহরুখ খানের নাকি কিছুই হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ছোট ছেলে ও স্ত্রীকে নিয়ে এদিন মুম্বই ফিরতে দেখা গেল শাহরুখ খানকে। মাথায় টুপি, পরণে হালকা টি-শার্ট সঙ্গে জগার। কিং খানের ভিডিয়ো সামনে আসতেই শুরু হল প্রকাশে আসা এই খবর নিয়ে তর্জা। এমন কোন ঘটনাই নাকি ঘটেনি, সবটাই ভুয়ো খবর বলে উড়িয়ে দেয় ঘনিষ্ঠ সূত্র। যদিও সাম্প্রতিককালে শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। তাঁকে নিয়ে তেমন কোনও খবর রটলে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়া হাজির হন তিনি। জানিয়ে দেন, সত্যিটা কি। তবে এ ক্ষেত্রে এখনও পর্যন্ত শাহরুখ খান মুখে কুলুপ এঁটেছেন তিনি। তাই আদপে কোন খবর সত্যি, তা নিয়ে একশ্রেণীর মনে ধোঁয়াশা বর্তমান।