Shah Rukh Khan: ১১টা অস্ত্রপচারের পরও এই কাজ করতে পারেন শাহরুখ, বললেন ‘আমি গর্বিত’

Shah Rukh Khan Health: শাহরুখ খানের ডানকি ছবির ট্রেলারে একটি দৃশ্য রয়েছে। যেখানে দেখা যায় শাহরুখ খানের একটি দৌড়ানোর দৃশ্য। একই ধরনের টিশার্ট পড়ে দিলওয়ালে দুলহেনিয়া লে জায়েঙ্গে ছবিতেও দৌড়াতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এই দুই ভিডিয়ো একসঙ্গে করে একটি ভিডিয়ো কয়েকদিন ধরেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Shah Rukh Khan: ১১টা অস্ত্রপচারের পরও এই কাজ করতে পারেন শাহরুখ, বললেন আমি গর্বিত

| Edited By: জয়িতা চন্দ্র

Dec 07, 2023 | 4:31 PM

শাহরুখ  খান এখন বেজায় ব্যস্ত। কারণ একটাই, নিজের ছবি ও মেয়ের প্রথম কাজ, দুইয়ের প্রচার মুক্তি মিলেমিশে একাকার। শাহরুখ খান কন্যা সুহানা খানের প্রথম কাজ দ্য আর্চিজ মুক্তি পেয়েছে ৭ ডিসেম্বর। তার আগেই মেয়ের সঙ্গে প্রিমিয়ারে দেখা যায় তাঁকে। পাশাপাশি নিজের ছবি ডানকিও মুক্তি পেতে চলেছে চলতি মাসের শেষে। অর্থাৎ ২১ ডিসেম্বর। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। শাহরুখ খানের ডানকি-র ট্রেলার মুক্তি ও মেয়ের সিরিজ মুক্তি উপলক্ষ্যে বুধবার সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছিলেন শাহরুখ খান। ভক্তদের সঙ্গে খোলামেলা আড্ডায় মাততে দেখা গেল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় কিং খানকে উপস্থিত হতে দেখে ভক্তরা নানা প্রশ্নে ভরিয়ে দিলেন। তারই মাঝে একটি ভাইরাল ভিডিয়ো শাহরুখ খানের সামনে তুলে ধরা হল।

শাহরুখ খানের ডানকি ছবির ট্রেলারে একটি দৃশ্য রয়েছে। যেখানে দেখা যায় শাহরুখ খানের একটি দৌড়ানোর দৃশ্য। একই ধরনের টিশার্ট পড়ে দিলওয়ালে দুলহেনিয়া লে জায়েঙ্গে ছবিতেও দৌড়াতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। এই দুই ভিডিয়ো একসঙ্গে করে একটি ভিডিয়ো কয়েকদিন ধরেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই ভিডিয়োটি ট্যাগ করে এক ভক্ত শাহরুখ খানের উদ্দেশে প্রশ্ন করলেন, ‘এই দুইয়ের মাঝে আমরা বড় হয়ে গেলাম। আপনার কেমন লাগে যখন এমন কোনও এডিট আপনার চোখে পড়ে?’ উত্তরে শাহরুখ খান জানান, ‘জীবনটা দৌড়, আমি গর্বিত যে ১১টা অপারেশনের পরও আমি একইভাবে দৌড়তে পারি, এবং একই টিশার্ট আমার এখনও হয়।’

প্রসঙ্গত এদিন শাহরুখ খান অনেক প্রসঙ্গেই মুখ খুলেছেন। কখনও ট্রোলারকে দিয়েছেন জবাব, কখনও আবার তাঁর ছবি নিয়ে খোলামেলা প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে কিং খান যে বর্তমানে বলিউডের অন্যতম ফিটস্টার, তা নিয়ে কোনও সন্দেহ নেই কারও। যে অ্যাকশনে তিনি ঝড় তুলেছেন, তা দেখে বোঝা যায় এই স্টার মোট ১১টি অপারেশনের যন্ত্রণা সহ্য করেছেন।