Shah Rukh Khan Secret: মন্নত কিনে নিঃস্ব, শাহরুখের থেকেও বেশি বেতন ডিজাইনারের! কীভাবে মুশকিল আসান করলেন গৌরী খান?

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

May 18, 2023 | 2:20 PM

Shah Rukh Khan: বাড়ি সাজানোর জন্য ইন্টিরিয়র ডিজাইনের জন্য শাহরুখ গৌরী দুজনেই এক ডিজাইনারের সঙ্গে কথা বলেন। কিন্তু তার বেতনের অঙ্ক শুনে প্রথমেই পিছিয়ে আসেন তারা। তবে কীভাবে আজকের মন্নত সেজে উঠল?

Shah Rukh Khan Secret: মন্নত কিনে নিঃস্ব, শাহরুখের থেকেও বেশি বেতন ডিজাইনারের! কীভাবে মুশকিল আসান করলেন গৌরী খান?

Follow Us

জীবন শুরুতেই তাদের গোলাপের পাঁপড়ির মত ছিল না। অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে বলিউডে যখন ধীরে ধীরে বাদশার রাজত্ব কায়েম হচ্ছে, সেই সময়ই একটি পুরনো বাড়ি হিসেবেই প্রাসাদোপম ‘মন্নত’ কিনে ফেলেছিলেন শাহরুখ। তখন গৌরীর সঙ্গে বিয়েও হয়ে গিয়েছে তার। মুম্বইয়ে নিজের খুঁটি শক্ত করার চেষ্টায় তখন শাহরুখ। থাকতেন তার বন্ধুর পরিচালকের একটি বাড়িতে আর সেখানে থাকতে থাকতেই মন্নত কিনে ফেলেন শাহরুখ। কিন্তু তখন সেই বাড়িটি ছিল অগোছালো, ভাঙাচোরা, পুরনো। বাড়ি সাজানোর জন্য ইন্টিরিয়র ডিজাইনের জন্য শাহরুখ গৌরী দুজনেই এক ডিজাইনারের সঙ্গে কথা বলেন। কিন্তু তার বেতনের অঙ্ক শুনে প্রথমেই পিছিয়ে আসেন তারা। তবে কীভাবে আজকের মন্নত সেজে উঠল?

সম্প্রতি মুম্বইতে তাজ হোটেলে আয়োজিত গৌরী খানের একটি বইপ্রকাশ অনুষ্ঠানে এসে বাড়ি নিয়ে স্মৃতিচারণা করলেন শাহরুখ। গৌরী খানের শিল্পীসত্তা কীভাবে তাকে বাড়ি সাজাতে সাহায্য করেছিল, সেই গল্পই বলেন শাহরুখ। তিনি জানান, একদিন মন্নত অর্থাৎ আমাদের বাড়িটি কিনেছিলাম আমি আর গৌরী। কিন্তু বাড়ি নতুন করে সাজানোর ইচ্ছাপূরণ করতে গিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল। বাদশাহ বলেন, ‘সেই সময় এক ডিজাইনারকে আমরা ডাকি। কিন্তু তিনি দেখা করার সময় তার লাঞ্চের যে ব্যবস্থা দেখি, তার দাম সর্বসাকুল্যে আমার এক মাসের বেতনের থেকেও বেশি।’ এরপরে শাহরুখ-গৌরী দুজনেই বুঝতে পারেন যে যার লাঞ্চ এত বহুমূল্য, তিনি নির্ঘাত বাড়িটি সাজাতে প্রচুর টাকা নেবেন এবং তাদের কাছে তখন অত টাকা ছিল না।

অনেক কষ্টে প্রায় ১৩ কোটি টাকা দিয়ে ‘ভিলা ভিয়েনা’ নামের ওই বাড়িটি কেনেন শাহরুখ। ২০০১ সালে এই বাড়ি কেনার পর নাম দেওয়া হয় মন্নত। তারপর থেকেই ওখানেও সপরিবারে থাকেন খান পরিবারের সদস্যরা। যে বাড়িটির এখনকার মূল্য প্রায় ২০০ কোটি টাকা!নিজেদের বাড়ি কেনার টাকা ছিল না, তাই কষ্ট করে টাকা জোগাড় করে মন্নত কেনার পর একপ্রকার নিঃস্ব হয়ে পড়েছিলেন তারা। কিন্তু এই সময় গৌরী খান এগিয়ে এসেছিলেন। বাড়ির ইন্টিরিয়র ডিজাইনের সব দায়িত্বই নিজে নেন তিনি,তার পরামর্শ মাফিক দুজনে মিলে একটা একটা করে জিনিস কিনতে থাকেন। আর এভাবেই সেজে ওঠে আজকের মন্নত। গৌরী পেশাগতভাবে পরে যদিও ইন্টিরিয়র ডিজাইনিংকেই বেছে নিয়েছিলেন।

Next Article