বছর দুইয়েরও বেশি সময় ধরে রূপোলি পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। তাই কিং খানের সোশ্যাল মিডিয়া পোস্টে ভক্তদের একমাত্র অবলম্বন। বার বার উচ্ছ্বসিত হয়ে উঠছে কাঁরা। সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি উপস্থিত হয়েছিলেন এক বিজ্ঞাপনে। প্রিয় তারকাকে এক ঝলক পেতে জড়ো নেটিজেন। শাহরুখের আলুথালু চুল, পিছন দিকে পনিটেলে বাঁধা। বরাবরের মতোই ‘স্মার্ট’ তিনি। সাদা স্ট্রাইপের শার্ট, ব্ল্যাক কোট এবং ব্ল্যাক ট্রাউজার। এর নামী হেয়ার ডাই কোম্পানির বিজ্ঞাপনের মুখ তিনি। বিজ্ঞাপনের ভিডিয়ো পোস্ট হতেই কেউ লিখছেন ‘হট’ তো কেউ লিখছেন, ‘আমি গলে যাচ্ছি’।
২০১৮ সালে আনন্দ এল রাইয়ের ছবি ‘জিরো’-তে শেষ দেখা গিয়েছিল তাঁকে। পর পর ব্যর্থতার পর একটা লম্বা ব্রেক নিয়েছিলেন কিং। খুব শীঘ্রই তাঁকে দেখে যাবে দেখা যাবে যশরাজ ফিল্মসের ছবি ‘পাঠান’-এ। ছবিতে তিনি ছাড়াও রয়েছেন সহ-অভিনেতা দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম। এক বিশেষ চরিত্রে অভিনয় করছেন সলমন খান। ইন্ডাস্ট্রিতে ২৯ বছর পূর্ণ করলেন কিং খান। এই বিশেষ উপলক্ষে তিনি টুইটারে তাঁর অনুরাগীদের সঙ্গে আলাপচারিতার জন্য লাইভ সেশন রেখেছিলেন।
জনপ্রিয় দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের ছবিতেও অভিনয় করছেন শাহরুখ খান। বিপরীতে অভিনয় করছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। শোনা যাচ্ছে, ডবল রোলে দেখা যেতে পারে শাহরুখকে। ছবিতে কিং খান পিতা ও পুত্রের ভূমিকায় অভিনয় করবেন। হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে ছবি।
আরও পড়ুন: Ranveer Singh: কন্ডোমের বিজ্ঞাপন করছেন রণবীর সিং! জানার পর কী ছিল বাবার প্রথম প্রতিক্রিয়া?