এ কী কাণ্ড? যদিও এই ঘটনা প্রথমবার ঘটল না শাহরুখ খানের সঙ্গে। লন্ডন বিমানবন্দরেও নিরাপত্তা রক্ষী দীর্ঘক্ষণ আটকে রেখেছিলেন শাহরুখ খানকে। তিনি বলিউড বাদশা। পাপারাৎজিরা সর্বত্র তাঁকে ফলো করে চলেছেন। প্রতিটা মুহূর্তে তাঁর খবর ভাইরাল। এবার সামনে এল মুম্বই বিমানবন্দরের ছবি। এদিন সকাল সকাল কিং খানকে দেখা গেল বিমান বন্দের। সেখানে হাজির হতেই পাপারাৎজিরা তাঁকে ঘিরে ধরলেন। যদিও তাঁর দেহরক্ষীরা তাঁকে ঘিরে সকলের থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন। কিন্তু দাঁড়াতে তাঁকে হলই। গেটের নিরাপত্তা রক্ষী তাঁর বিস্তারিত তথ্য ভাল করে খুঁটিয়ে দেখলেন। দুবার তাকিয়ে দেখলেন শাহরুখ খানের মুখের দিকেও। বিষয়টা দেখে রীতিমত হেসে ফেললেন শাহরুখ খান।
যদিও খুব বেশিক্ষমের জন্য তাঁকে আটকানো হয়নি। নিরাপত্তা রক্ষী ভাল করে সবটা দেখে নেওয়া মাত্রই ছেড়ে দিলেন শাহরুখ খানকে। এই ভিডিয়ো এখন নেট দুনিয়ায় ভাইরাল। কেউ বললেন নিরাপত্তা রক্ষী বলিউড বাদশাকে চিনতে পারলেন না, কেউ আবার প্রশ্ন তুলছেন, শাহরুখ খানের পাল্টে যাওয়া নতুন লুক নিয়ে। যদিও কিং যে এটাতে খুব একটা বিরক্ত, এমনটা মোটেও নয়। তিনি বরং সহযোগিতা করে অনেক সময় দাড়িয়েই রইলেন। যদিও পাপারাৎজিদের ছবি দেবেন বলে ঘুরেও তাকালেন না।
প্রসঙ্গত, বছরভর শাহরুখ খানের ছবি মুক্তি নিয়ে জল্পনা তুঙ্গে। একের পর এক ছবি সুপারহিট। ছবির মূল মন্ত্রই যেন দর্শকদের কিং খানের প্রতি ভালবাসা। শাহরুখ খানের ছবির পাশে কোনও ছবিই যেন টিকতে পারছে না। কিং খান নিজেই এক এক সময় বলে বসেন, তাঁর পক্ষেই হয়তো সম্ভবপর হবে না জওয়ান রেকর্ড ভাঙা। এরপর যখন সলমন খানের টাইগার থ্রি মুক্তি পেয়েছিল, তখন কোথাও গিয়ে দর্শকেরা প্রাথমিকভাবে মনে হয়, এই ছবিও ১০০০ কোটির দরজায় পৌঁছাবে। কিন্তু তেমনটা ঘটতে দেখা গেল না এখনও। ফলে বক্স অফিস আবারও তাকিয়ে রয়েছে শাহরুখ খানের পরবর্তী ছবি ডানকির দিকে। যা নিয়ে চর্চা এখন তুঙ্গে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির গান থেকে শুরু করে ট্রেলার, যা দর্শকেরা পছন্দও করেছে।
এ কী কাণ্ড? যদিও এই ঘটনা প্রথমবার ঘটল না শাহরুখ খানের সঙ্গে। লন্ডন বিমানবন্দরেও নিরাপত্তা রক্ষী দীর্ঘক্ষণ আটকে রেখেছিলেন শাহরুখ খানকে। তিনি বলিউড বাদশা। পাপারাৎজিরা সর্বত্র তাঁকে ফলো করে চলেছেন। প্রতিটা মুহূর্তে তাঁর খবর ভাইরাল। এবার সামনে এল মুম্বই বিমানবন্দরের ছবি। এদিন সকাল সকাল কিং খানকে দেখা গেল বিমান বন্দের। সেখানে হাজির হতেই পাপারাৎজিরা তাঁকে ঘিরে ধরলেন। যদিও তাঁর দেহরক্ষীরা তাঁকে ঘিরে সকলের থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন। কিন্তু দাঁড়াতে তাঁকে হলই। গেটের নিরাপত্তা রক্ষী তাঁর বিস্তারিত তথ্য ভাল করে খুঁটিয়ে দেখলেন। দুবার তাকিয়ে দেখলেন শাহরুখ খানের মুখের দিকেও। বিষয়টা দেখে রীতিমত হেসে ফেললেন শাহরুখ খান।
যদিও খুব বেশিক্ষমের জন্য তাঁকে আটকানো হয়নি। নিরাপত্তা রক্ষী ভাল করে সবটা দেখে নেওয়া মাত্রই ছেড়ে দিলেন শাহরুখ খানকে। এই ভিডিয়ো এখন নেট দুনিয়ায় ভাইরাল। কেউ বললেন নিরাপত্তা রক্ষী বলিউড বাদশাকে চিনতে পারলেন না, কেউ আবার প্রশ্ন তুলছেন, শাহরুখ খানের পাল্টে যাওয়া নতুন লুক নিয়ে। যদিও কিং যে এটাতে খুব একটা বিরক্ত, এমনটা মোটেও নয়। তিনি বরং সহযোগিতা করে অনেক সময় দাড়িয়েই রইলেন। যদিও পাপারাৎজিদের ছবি দেবেন বলে ঘুরেও তাকালেন না।
প্রসঙ্গত, বছরভর শাহরুখ খানের ছবি মুক্তি নিয়ে জল্পনা তুঙ্গে। একের পর এক ছবি সুপারহিট। ছবির মূল মন্ত্রই যেন দর্শকদের কিং খানের প্রতি ভালবাসা। শাহরুখ খানের ছবির পাশে কোনও ছবিই যেন টিকতে পারছে না। কিং খান নিজেই এক এক সময় বলে বসেন, তাঁর পক্ষেই হয়তো সম্ভবপর হবে না জওয়ান রেকর্ড ভাঙা। এরপর যখন সলমন খানের টাইগার থ্রি মুক্তি পেয়েছিল, তখন কোথাও গিয়ে দর্শকেরা প্রাথমিকভাবে মনে হয়, এই ছবিও ১০০০ কোটির দরজায় পৌঁছাবে। কিন্তু তেমনটা ঘটতে দেখা গেল না এখনও। ফলে বক্স অফিস আবারও তাকিয়ে রয়েছে শাহরুখ খানের পরবর্তী ছবি ডানকির দিকে। যা নিয়ে চর্চা এখন তুঙ্গে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির গান থেকে শুরু করে ট্রেলার, যা দর্শকেরা পছন্দও করেছে।