সদ্যই ২১ বছরে পা দিয়েছেন সুহানা খান। ফেসবুক, ইনস্টাগ্রামে ইতিমধ্যেই নিউইয়র্কে সুহানার জন্মদিনের পার্টির ছবি ভাইরাল। এরই মধ্যে জন্মদিনের পোস্টেই বিয়ের প্রস্তাব পেলেন সুহানা। তবে সেই প্রস্তাব পৌঁছল মা গৌরি খানের কাছে।
মেয়ের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন গৌরি। লিখেছিলেন, “আজ, আগামীকাল এবং সমসময় তোমাকে ভালবেসে যাব সুহানা। শুভ জন্মদিন।” সেই ছবির কমেন্টেই এক টুইটারেত্তি গৌরি খানকে উদ্দেশ্য করে লেখেন, “গৌরি ম্যাম, সুহানার সঙ্গে আমার বিয়ে দিন প্লিজ।” এখানেই শেষ নয় মাসিক আয় উল্লেখ করে সেই ব্যক্তি লেখেন, “মাসিক এক লক্ষ টাকা রোজগার আমার।”
আরও পড়ুন- মার্ভেল সিরিজের কোনও হিরোকেই পছন্দ নয় ‘থর’ পুত্রের, সে হতে চায়…
কিং খানের মেয়েকে সরাসরি বিয়ের প্রস্তাব! ওই ব্যক্তির কনফিডেন্সে হাসির রসদ খুঁজে নিয়েছেন নেটিজেনরা। সেলিব্রিটিদের কমেন্ট বক্স যখন নেটিজেনদের একটা বড় অংশের বিকৃত যৌন ইচ্ছের বহিঃপ্রকাশের স্থান হয়ে যায় সেখানে নিছক সাদামাটা এই বিয়ের প্রস্তাবের তারিফই করেছেন অন্যান্য টুইটাররেত্তিরা। যদিও বলাই বাহুল্য, মা গৌরি কাছ থেকে এ হেন প্রস্তাবের এখনও সাড়া মেলেনি।
অন্যদিকে বাবা হিসাবে শাহরুখও ভীষণ ‘প্রোটেক্টিভ’। বিশেষ করে মেয়ে সুহানার ব্যাপারে খুবই ‘রক্ষণশীল’ তিনি। একবার একটি সাক্ষাৎকারে কিং খান জানিয়েছিলেন কোনও ছেলে সুহানার সঙ্গে ডেটিংয়ের নামে অসভ্যতা করলে তাঁর কপালে দুঃখ আছে। কিং খান বলেছেন “ আমি জেলে পর্যন্ত পারি, তুমি যা আমার মেয়ের সঙ্গে করেছ, আমি ঠিক তাই তোমার সঙ্গে করব।” একবার করণ জোহর শাহরুখকে জিজ্ঞেস করেছিলেন যদি কেউ সুহানাকে চুমু খায়, কী করবেন তিনি? এক মুহূর্ত সময় না নিয়ে বাবা শাহরুখের উত্তর “ ঠোঁট টেনে ছিঁড়ে নেব।” বোঝাই যাচ্ছে, মেয়ের ব্যাপারে কত দূর পর্যন্ত যেতে পারেন বাদশা!