বাবা দিবসে কাছে নেই মেয়ে, ‘মিস করছেন’ বার্তা দিতে এই কাজ শাহরুখের!

বাবার সঙ্গে বিশেষ দিনটি কাটাতে না পারলেও দিনটি একেবারে বিফলে যায়নি সুহানার । তিনি কাটিয়েছেন বন্ধুদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পার্টির ছবিও।

বাবা দিবসে কাছে নেই মেয়ে, 'মিস করছেন' বার্তা দিতে এই কাজ শাহরুখের!
মেয়ের সঙ্গে শাহরুখ
Follow Us:
| Edited By: | Updated on: Jun 21, 2021 | 1:58 PM

মেয়ে সুহানা এই মুহূর্তে নিউ ইয়র্কে। পড়াশোনার জন্য সেখানেই রয়েছেন। তাই এ বারের শাহরুখের বাবাদিবস কাটেনি মেয়ের সঙ্গে। কেটেছে ভার্চুয়ালি। সুহানাও সোশ্যাল মিডিয়াতেই সেরেছেন উইশ। কিন্তু মেয়েকে যে কী পরিমাণ মিস করছেন তিনি, তা বোঝাতে এই কাজ করলেন এসআরকে।

ছোটবেলার এক পুরনো সাদা-কালো ছবি পোস্ট করেন সুহানা। ছোট্ট সুহানাকে স্নেহচুম্বন দিচ্ছেন বাবা শাহরুখ। সুহানা লেখেন ফাদার্স ডে। সঙ্গে ছোট্ট একটা হার্ট ইমোজি। বাবা শাহরুখও সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন নিজের সোশ্যাল ওয়ালে। ইমোজিতে অনভ্যস্ত শাহরুখ ক্যাপশনে লেখেন, আমিও তোমাকে খুব মিস করছি বেবি। এতটাই মিস করছি যে ইমোজি ব্যবহার করছি আমি।” সঙ্গে একগুচ্ছ ইমোজিও দিতে ভোলেননি শাহরুখ।

আরও পড়ুন: শ্রীময়ী গাড়ির দরজা আটকাল, আমার বাচ্চাটা তখন কাটা ছাগলের মতো ভয়ে কাঁপছে: পিঙ্কি

বাবার সঙ্গে বিশেষ দিনটি কাটাতে না পারলেও দিনটি একেবারে বিফলে যায়নি সুহানার । তিনি কাটিয়েছেন বন্ধুদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পার্টির ছবিও।

বাবা হিসাবে শাহরুখ ভীষণ ‘প্রোটেক্টিভ’। বিশেষ করে মেয়ে সুহানার ব্যাপারে । একবার একটি সাক্ষাৎকারে কিং খান জানিয়েছিলেন কোনও ছেলে সুহানার সঙ্গে ডেটিংয়ের নামে অসভ্যতা করলে তাঁর কপালে দুঃখ আছে। কিং খান বলেছিলেন “ আমি জেলে পর্যন্ত পারি, তুমি যা আমার মেয়ের সঙ্গে করেছ, আমি ঠিক তাই তোমার সঙ্গে করব।” একবার করণ জোহর শাহরুখকে জিজ্ঞেস করেছিলেন যদি কেউ সুহানাকে চুমু খায়, কী করবেন তিনি? এক মুহূর্ত সময় না নিয়ে বাবা শাহরুখের উত্তর “ ঠোঁট টেনে ছিঁড়ে নেব।” বোঝাই যাচ্ছে, মেয়ের ব্যাপারে কত দূর পর্যন্ত যেতে পারেন বাদশা!