Shahrukh-Tiger: শাহরুখের সাফল্যে শুভেচ্ছা জানালেন টাইগার, পাল্টা কিং-এর থেকে কী শুনতে হল?

Viral Post: শাহরুখ খানের এই সাফল্যকে সেলিব্রেট করছে বর্তমানে গোটা বলিউড। তাই সকলের মতো শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়া হাজির হয়ে গেলেন টাইগার শ্রফ।

Shahrukh-Tiger: শাহরুখের সাফল্যে শুভেচ্ছা জানালেন টাইগার, পাল্টা কিং-এর থেকে কী শুনতে হল?

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 11, 2023 | 9:45 PM

‘জওয়ান’ ছবি মুক্তি পেতেই শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ সকলে। তালিকা থেকে বাদ পড়ছেন না কেউ-ই। কারও পছন্দ ছবিতে অ্যাকশন হিরো শাহরুখ খানকে, কারও আবার পছন্দের তালিকায় রয়েছে ছবির চিত্রনাট্যে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা। কেউ আবার প্রশংসা করছে শাহরুখ খান ও নয়নতারা জুটিরও। সবমিলির ‘জওয়ান’ ঝড়ে এখন বুঁদ গোটা দেশ। দেশ-বিদেশ মিলিয়ে এই ছবি পাঁচ দিনে আয় করেছে ৫০০ কোটি টাকা। ভারতের বক্স অফিস ইতিহাসে যে এই ছবির নাম লেখাতে চলেছে, তা ইতিমধ্যেই অনুমান করা যায়। চলতি বছরের শাহরুখ খানের প্রথম ছবি ‘পাঠান’ হাজার কোটি আয় করেছিল। এবার আয়ের নিরিখে জওয়ান ছবি সেই সংখ্যাকে টপকে যাবে, তা বুঝতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়।

আর শাহরুখ খানের এই সাফল্যকে সেলিব্রেট করছে বর্তমানে গোটা বলিউড। তাই সকলের মতো শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়া হাজির হয়ে গেলেন টাইগার শ্রফ। টলিউডের অন্যতম অ্যাকশন হিরো তিনি। তবে তাঁর বক্স অফিস রেকর্ড শাহরুখ খানের সিকিভাবও নয়। কে জানত, রোম্যান্টিক হিরো অ্যাকশন দুনিয়ায় পা রাখতেই সকলের ঘুম উড়বে রাতের। যদিও প্রশংসা করতে পিছপা হচ্ছে না কেউই। আর তাই খুশি মনে টাইগার শ্রফ লিখলেন, নিজেই নিজের লক্ষ্যমাত্রা সেট করেন, নিজেই তা ভাঙেন। শুভেচ্ছা শাহরুখ খান স্যার, আরও এক ঐতিহাসিক সাফল্য। অনেক ভালবাসা। ব্যস, শাহরুখ খানও এই পোস্ট দেখে মন্তব্য করতে সোশ্যাল মিডিয়ায় হাজির। তিনি লিখলেন, কী করব টাইগার? কোনও লক্ষ্যমাত্রই সর্বোচ্চ সীমা নয়। তোমার এমনই এক ফলের অপেক্ষায়, অনেক ভালবাসা আর ধন্যবাদ। শাহরুখ খান ও টাইগার শ্রফের এই কথোপকথন সকলের নজর কাড়ে। যদিও টাইগারও এখন অ্যাকশন প্যাকে ছবি উপহার দিতে প্রস্তুতি নিচ্ছে পুরো দমে।