
সম্প্রতি নিজের জামাকাপড়ের ব্র্যান্ড লঞ্চ করেছেন আরিয়ান খান। তাঁর ব্র্যান্ডের নাম dyavol.X … (ড্যাভল এক্স)… গত ৩০ এপ্রিল তাঁর সেই পোশাকের সম্ভার বাজারে এসেছে। আর যা আসা মাত্রই শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। মধ্যবিত্তের মাথায় হাত। তাঁদের একটাই প্রশ্ন, “এত দাম কেন?” যে জ্যাকেটটি লঞ্চ হয়েছে তার দাম ২ লক্ষ টাকা। তাতে আমার রয়েছে বাবা শাহরুখ সই। এখানেই কি শেষ? একটি টি-শার্টের দাম ২৪ হাজার। আর হুডি? তাও সাধারণের ধরাছোঁয়ার বাইরে। দাম ধার্য হয়েছে ৪৫ হাজার। কিছু দিন ধরেই ছেলের পোশাকের ব্র্যান্ডের প্রচার করছিলেন বাবা নিজেই। তা নিয়ে বেজায় উত্তেজিত ছিলেন তাঁর ভক্তরাও। বাদশাহের ছেলের ব্র্যাণ্ড, অনেকেই কথা দিয়েছিলেন ওই ব্র্যান্ড থেকে পোশাক কিনবেন। সেই মতো ওয়েবসাইটে লঞ্চ হতেই সেখানে ঢুঁ দিতেই যদিও চমকে গিয়েছেন তাঁরা। একজন লেখেন, “আমার পুরো সম্পত্তির পরিমাণই ২ লক্ষ নয়। সেখানে আমি জ্যাকেট কিনব ২ লক্ষ টাকা।”
২০২১ সাল আরিয়ান খানের জন্য ছিল এক অভিশপ্ত সময়। মাদক কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। যদিও অতীত পেরিয়ে তিনি আবারও ফিরেছেন মূল স্রোতে। মাদকমামলাতেও অব্যাহতি দেওয়া হয় তাঁকে। ক্যামেরার নেপথ্যে থাকতেই বেশি পছন্দ তাঁর। আরিয়ানের আগামী পরিকল্পনা সম্পর্কেও সকলেই ইতিমধ্যেই জেনে গিয়েছেন। বাবার প্রযোজনা সংস্থা থেকে ওয়েব সিরিজ প্রযোজনা করতে চলেছেন তিনি। কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় চিত্রনাট্যের কিছু অংশ শেয়ার করে তিনি লেখেন, “অ্যাকশন বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না।” কে অভিনয় করছেন তাঁর ছবিতে? সূত্র বলছে, বলিউডের কেউ নয়, শাহরুখের ছেলের ছবির নায়ক নাকি ইজরায়েলের এক অভিনেতা।
দিন কয়েক আগেই পানীয়ের এক ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। সেই উপলক্ষে দিয়েছিলেন এক গালা পার্টিও। হাজির ছিলেন বলিউডের স্টারকিড থেকে অনেকেই। সেখানেই বাঙালি অভিনেত্রী নাইরা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এক ছবি ভাইরাল হয়। যে ছবি নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। অনেকেই মনে করেছিলেন উনিই বুঝি আরিয়ানের প্রেমিক। তবে সেই ভুল ভেঙে যায় খুব সহজেই। আরিয়ান ব্যক্তিগত জীবন নিয়েও বেশ চুপচাপ। অনন্যা পান্ডের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন একসময় শোনা গেলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই গুঞ্জন থিতিয়ে গিয়েছে।