শাহরুখের শিরদাঁড়ার ব্য়থার কথা হয়তো অনেকেই জানেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না বেশ কয়েক বছর আগে আরও একটি শারীরিক সমস্যায় জর্জরিত হয়েছিলেন কিং খান। এবং সেই শারীরিক যন্ত্রণায় তাঁর অনন্য অভিজ্ঞতাও হয়েছিল। শাহরুখের সেই যন্ত্রণা কিংবা লজ্জার কথা আজও অনেকের কাছে অজানাই রয়ে গিয়েছে।
বুধবার (২ নভেম্বর) ৫৭ বছর বয়সে পা দিলেন শাহরুখ। সারা দেশে আজ আনন্দের হাওয়া। এসআরকে ভক্তরা আজ সারাদিনই উদযাপন করবেন তাঁর জন্মদিন। কিন্তু জানেন কি, এই এসআরকে একবার পক্ষাঘাতে (paralysis) আক্রান্ত হওয়া থেকে বেঁচেছিলেন। হারিয়ে যেতে পারত তাঁর কণ্ঠস্বরও।
শাহরুখ বলেছেন, “আমার কণ্ঠ হারিয়ে যেতে পারত। আমি প্যারালাইজ়়ডও হয়ে যেতে পারতাম। চিকিৎসকরা বলেছিলেন সময় নষ্ট না করে আমার অস্ত্রোপচার করতে হবে।”
কিন্তু সেই অস্ত্রোপচারের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ছিল। ফলে এক বছর অপেক্ষা করতে চেয়েছিলেন কিং খান। চেয়েছিলেন অন্য উপায়ে চিকিৎসা করাতে। ‘পিন থেরাপি’র কথা জানতে পেরেছিলেন কিং খান। গলায় পিন ফোটাতে হত তাঁকে। বিষয়টিতে বেশ ভয়ও পেয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, থেরাপিস্ট তাঁর গলায় নয়, গোপনাঙ্গে পিন ফোটাতে চেয়েছিলেন। বলেছিলেন, “ভাবুন, গলা ঠিক করতে ওঁরা আমার গোপনাঙ্গে পিন ফোটাতে চেয়েছিলেন। প্রচণ্ড যন্ত্রণাদায়ক একটি বিষয় ছিল সেটি। ভিতর থেকে কেঁপে উঠেছিলাম আমি। আমাকে সম্পূর্ণ নগ্ন করতে চেয়েছিলেন থেরাপিস্ট। বারবার পোশাক খুলতে বলছিলেন আমাকে। আমি প্রথমে আমার শার্ট খুলেছিলাম…”
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খান নিজেকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় দেখেছিলেন থেরাপি টেবিলের উপর। তাঁর শরীরের বিভিন্ন অংশে পিন ফোটাচ্ছিলেন থেরাপিস্ট। শাহরুখ বলেন, “আমি পুরোটা বর্ণনা করতে পারব না। আমার জীবনের অন্যতম লজ্জাজনক এবং যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা এটি। বিষয়টা এমন ছিল, গলার যন্ত্রণার জায়গায় আমার ব্যথা করেছিল দু’পায়ের ফাঁকে…”