‘শেরশাহ’-এ নেই শাহরুখ? ক্যামিও রোলে দেখা যাবে না কিং খানকে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 18, 2021 | 4:57 PM

শোনা যাচ্ছিল, 'শেরশাহ' ছবিতে শাহরুখ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। খবরটি পেয়ে শাহরুখের ফ্যানরাও খুশি ছিলেন। করণ যখন শাহরুখের কাছে অফার নিয়ে যান, রাজিও হয়ে যান শাহরুখ।

শেরশাহ-এ নেই শাহরুখ? ক্যামিও রোলে দেখা যাবে না কিং খানকে

Follow Us

ফেরুয়ারি মাসের খবর। জানা গিয়েছিল, করণ জোহর প্রযোজিত ‘শেরশাহ’ ছবিতে থাকছেন শাহরুখ খান। ছবির জন্য নাকি শুটিংও করেছিলেন তিনি। তবে বলি অন্দর বলছে, শাহরুখ নাকি থাকছেন না ছবিতে। সূত্র বলছে, খবরটি নাকি পুরোটাই জল্পনা।

শোনা যাচ্ছিল, ‘শেরশাহ’ ছবিতে শাহরুখ একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছেন। খবরটি পেয়ে শাহরুখের ফ্যানরাও খুশি ছিলেন। শাহরুখ ও করণের বন্ধুত্বের কথা কারওরই অজানা নয়। তাঁদের সম্পর্ক পারিবারিক। তাঁরা ফ্যামিলি ফ্রেন্ডস। একে-অপরের সঙ্গী হয়ে ইন্ডাস্ট্রিতে বড় হয়েছেন। ইন্ডাস্ট্রিকেও বড় করে তুলেছেন। ফলে করণ যখন শাহরুখের কাছে অফার নিয়ে যান, রাজি হয়ে যান শাহরুখ। এর আগেও শাহরুখ করণের ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। করণ পরিচালিত ‘অ্যা দিল হ্যায় মুশকিল’ ছবিতে শাহরুখকে সেরকমই একটি চরিত্রে দেখেছেন দর্শক।

এবার শোনা যাচ্ছে, শাহরুখ নাকি থাকছেন না ‘শেরশাহ’ ছবিতে। গত সপ্তাহে প্রযোজক করণ জোহর ও শাব্বির বক্সওয়ালা ‘শেরশাহ’র একটি টিজার প্রকাশ করেছেন। ট্রেলার আসবে জুলাই মাসের ২৬ তারিখ। অগাস্টের ১২ তারিখ ছবিটি মুক্তি পাবে, স্বাধীনতা দিবসের ঠিক আগে। ছবিতে ভারতীয় সেনা জওয়ান ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। মূলত বিক্রমকে ঘিরেই ছবির চিত্রনাট্য। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন বিক্রম। ছবিতে সিদ্ধার্থের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আডবানী।

আরও পড়ুন“প্রথম ডেটে নিককে চুমু খাইনি”; অকপট প্রিয়াঙ্কা 

 

Next Article