Shefali Shah: আর কোনওদিনও অক্ষয়কুমারের মায়ের চরিত্রে অভিনয় করব না আমি: শেফালি শাহ
Shefali-Akshay: অনেকগুলো বছর আগে 'ওয়াক্ত: দ্যা রেস অ্যাগেনস্ট টাইম' ছবিতে অক্ষয় কুমারের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শেফালি। সেই ছবিতে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়া। 'সত্য', 'মনসুন ওয়েডিং', 'দিল ধড়ক নে দো', 'অজিব দাস্তানস', 'জলসা', 'ডার্লিংস'-এর মতো ছবি এবং ওয়েব সিরিজ়ে দুর্দান্ত অভিনয় করেছেন শেফালি। অনেকেই মনে করেন, তাঁর মত অভিনেত্রীকে ঠিকমতো ব্যবহার করা হয়নি পর্দায়। সুযোগ পেলে আরও অনেক দূর এগোতে পারতেন তিনি।
বলিউডের বহু ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন শেফালি শাহ। তাঁর অভিনয় চমকে দিয়েছে সকলকে। মায়ের চরিত্র যেমন অভিনয় করেছেন, তেমনই অভিনয় করেছেন সাহসী চরিত্রেও। কেবল ছবি নয়, ওয়েব সিরিজ়েও অভিনয় করেছেন শেফালি। সম্প্রতি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি। ‘দিল্লি ক্রাইম ২’ ওয়েব সিরিজ়ে অভিনয় করার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এক সাক্ষাৎকারে শেফালি বলেছেন, জীবনে আর কোনওদিনও পর্দায় অক্ষয় কুমারের মায়ের চরিত্রে অভিনয় করবেন না।
অনেকগুলো বছর আগে ‘ওয়াক্ত: দ্যা রেস অ্যাগেনস্ট টাইম’ ছবিতে অক্ষয় কুমারের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন শেফালি। সেই ছবিতে আরও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়া।
গত মাসেই রাস্তায় তাঁর উপর হওয়া যৌন হেনস্থার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন শেফালি। বলেছিলেন, “আমার মনে হয় ঠিক সব মেয়েরাই এই ধরনের হেনস্থার শিকার হয়ে থাকে ছোটবেলায়। আমি খুব ছোট্ট ছিলাম। কোনও প্রতিবাদই করতে পারিনি। স্কুল থেকে ফেরার সময় এমন একটি ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। আমার হয়ে কেউ লড়াইও করেনি। প্রতিবাদও করেননি।” শেফালি এও বলেছেন, “আমাদের দেশে কন্যা সন্তানের চেয়েও একজন পুত্র সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করা বেশি জরুরি। তাঁরা ঠিকভাবে মানুষ হলে তবেই সমাজের মেয়েরা সুরক্ষিত হতে পারবে।”
‘সত্য’, ‘মনসুন ওয়েডিং’, ‘দিল ধড়ক নে দো’, ‘অজিব দাস্তানস’, ‘জলসা’, ‘ডার্লিংস’-এর মতো ছবি এবং ওয়েব সিরিজ়ে দুর্দান্ত অভিনয় করেছেন শেফালি। অনেকেই মনে করেন, তাঁর মত অভিনেত্রীকে ঠিকমতো ব্যবহার করা হয়নি পর্দায়। সুযোগ পেলে আরও অনেক দূর এগোতে পারতেন তিনি।