Shehnaaz Gill: শিশুকোলে শেহনাজ়, বিদেশের মাটিতে অন্যলুকে ধরা দিলেন বলিউডের নয়া ক্রাশ

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 16, 2023 | 3:45 PM

Shehnaaz Gill: তিনি কার সঙ্গে গিয়েছেন, তা নিয়ে খোলাসা করেননি পোস্টে। তবে কোথাও গিয়ে যেন শেহনাজের সেই পোস্ট দেখা মাত্রই ভক্তরা দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন।

Shehnaaz Gill: শিশুকোলে শেহনাজ়, বিদেশের মাটিতে অন্যলুকে ধরা দিলেন বলিউডের নয়া ক্রাশ

Follow Us

শেহনাজ গিল, অভিনয় জগতে হাতেখড়ি হয়েছে বহুদিন। সলমন খানের হাত ধরে বলিউডের পা রেখেছেন শেহনাজ। তবে এটাকেই সবথেকে বড় পাওয়া হিসেবে ধরে নিতে নারাজ তিনি। শেহনাজ অতীতে বহুবার বলেছিলেন, তিনি সলমনের সঙ্গে একটি কাজ করেছেন মানেই যে তিনি একের পর এক কাজ পেয়ে যাবেন এমনটা কখনই নয়। কাজ পাওয়াটাই আসল। তিনি হয়তো একটা বড় ব্রেক পেয়েছেন মাত্র। শেহনাজ গিল বর্তমানে তাঁর চ্যানেল নিয়েও বেজায় ব্যস্ত। সেখানেই একের পর এক স্টারদের সাক্ষাৎকার করে নজরের কেন্দ্রে জায়গা করে নিচ্ছেন তিনি।

তবে এবার এক অন্যলুকে ভাইরাল হলেন অভিনেত্রী। এক শিশু কোলে ছবি শেয়ার করলেন শেহনাজ। শিশুটির পরিচয় না দিলেও তাঁর নিষ্পাপ হাসির প্রশংসা করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় শেহনাজ। মাঝে মধ্যেই তিনি ছবি শেয়ার করে থাকেন। এবারও তাঁর ব্যতিক্রম হল না। বিদেশের মাটিতে বোল্ড লুকে ধরা দিলেন তিনি। সমুদ্র সৈকতে হট লুকে ছবি শেয়ার করেই ভাইরাল হলেন শেহনাজ।

তবে তিনি কার সঙ্গে গিয়েছেন, তা নিয়ে খোলাসা করেননি পোস্টে। তবে কোথাও গিয়ে যেন শেহনাজের সেই পোস্ট দেখা মাত্রই ভক্তরা দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন। একান্তে ট্রিপ? নাকি মনের মানুষের সন্ধান পেয়েছেন? কিছুদিন আগেই রাঘব জুয়েলের সঙ্গে নাম জড়িয়েছিল শেহনাজ গিলেন। কিন্তু রাখব জানিয়েছিলেন তিনি, মোটেও সম্পর্কে নেই। কারণ সম্পর্কের থাকার জন্য যে সময়টুকু প্রয়োজন, সেই সময়টাই তিনি দিতে পারছেন না। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর সেই মন্তব্য। যদিও সলমন খান যখন সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার উপদেশ দিয়েছিলেন শেহনাজকে তার কোনও প্রতিবাদই করেননি তিনি। যার ফলে শেহনাজের ব্যক্তিজীবন নিয়ে এখন কিছু সিদ্ধান্ত নিয়েছেন কি না তা নিয়ে প্রশ্ন ভক্তমনে।

Next Article
Amitabh-Anushka: মুম্বই পুলিশের নজরে অমিতাভ-অনুষ্কা, ভুল ধরিয়ে ‘ভিলেন’ নেটপাড়া
Relationship Gossip: বাড়িতে বার বানাতে চান ক্যাটরিনা, শোনা মাত্রই এ কী করলেন ভিকি?