Shehnaaz Gill: ‘মুভ অন করে গিয়েছি’, শেহনাজের মন্তব্যে কটাক্ষের বন্যা, ছিছিক্কার সর্বত্র
Shehnaaz Gill: 'মুভ অন করে গিয়েছি'-- শেহনাজ গিলের এই মন্তব্যেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। কটাক্ষ, মিম কিছুরই খামতি নেই। নেটপাড়ার একটা বড় অংশের প্রশ্ন কী করে?
‘মুভ অন করে গিয়েছি’– শেহনাজ গিলের এই মন্তব্যেই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া। কটাক্ষ, মিম কিছুরই খামতি নেই। নেটপাড়ার একটা বড় অংশের প্রশ্ন কী করে? শেহনাজের প্রথম বড় ব্রেক ‘কিসি কি ভাই কিসি কি জান’-এর ট্রেলার লঞ্চ ছিল গতকাল অর্থাৎ সোমবার। সলমন খানের ছবিতে কাজ করছেন, তাঁর কাছে বড় দিন। ট্রেলার লঞ্চে সলমনের পেছনেই দাঁড়িয়ে ছিলেন শেহনাজ। হঠাৎই সলমন তাঁকে বলেন, “মুভ অন করে যাও” অর্থাৎ অতীত ভুলে জীবনে এগিয়ে যাওয়ারই পরামর্শ দেন তিনি। শেহনাজও উত্তর দেন, “করে গিয়েছি”। আর তাতেই খাপ্পা একাংশ। কাঠগড়ায় শেহনাজকে দাঁড় করিয়ে তাঁদের প্রশ্ন, “কী করে সিদ্ধার্থকে ভুলে গেলেন?”
এর আগে বহুবার ট্রোলের মুখোমুখি হয়েছেন শেহনাজ গিল। কখনও গায়ক গুরু রান্ধওয়ার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। মন্তব্য বক্স ভরেছে কুমন্তব্যে। প্রসঙ্গত, এর আগে তাঁর নাম জড়ায় আরও এক সহঅভিনেতার সঙ্গে। তিনি রাঘব জুয়াল। যে ছবি দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছে শেহনাজ গিল ওই ছবিতেই তাঁর সহঅভিনেতা রাঘব। গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাঘবের সঙ্গেই নাকি রোম্যান্স ঘন হয়েছে তাঁর। এমনকি তাঁর একসঙ্গে চুপিসারে ঘুরতেও গিয়েছেন বলে শোনা যায়। এ নিয়ে মুখ খুলেছিলেন শেহনাজ। মুখ খোলা শুধু নয়, বরং বলা ভাল, সাংবাদিকের প্রশ্নে রীতিমতো রেগে গিয়েছিলেন তিনি। দুজন বিপরীত লিঙ্গের মানুষ কথা বললেই কি প্রেম হয়ে যায়? ছুড়েছিলেন পাল্টা প্রশ্নও। সম্প্রতি এক সম্মানজনক অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও কিন্তু ওই পুরস্কার তিনি নিবেদন করেছিলেন সিদ্ধার্থের স্মৃতির উদ্দেশে। তাই সেই কথা মনে করিয়ে দিয়েই অনেককেই এবারেও পাশে পেয়েছেন শেহনাজ। ট্রোলারদের বিরুদ্ধে গিয়ে তাঁদের পাল্টা প্রশ্ন, “একটা মানুষ কি সারাজীবন একই জায়গায় আটকে থাকবে? জীবনে এগিয়ে যেতে চাইলেই সেটা দোষের?”
Salman Sir Advice to Shehnaaz Move on from Small Screen to big Screen??? As the Host asked abt her Being so popular on Small Screen and SM!!? #SHEHNAAZGILL #KisiKaBhaiKisiKiJaanSHEHNAAZ IN KBKJ TRAILER pic.twitter.com/PCvoOyMNtH
— Zakir Interior (@MoZakir10) April 10, 2023