AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Social Media Trolling: ‘সলমনের ছবি করেছি মানেই যে…’, সমালোচকদের একহাত নিলেন শেহনাজ়

Bollywood Gossip: অন্যদিকে সম্পর্ক ঘিরেও জল্পনার কেন্দ্রে শেহনাজ় গিল, প্রসঙ্গ রাঘব জুয়েলের সঙ্গে গোপন প্রেম। গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাঘবের সঙ্গেই নাকি রোম্যান্স ঘন হয়েছে তাঁর।

Social Media Trolling: 'সলমনের ছবি করেছি মানেই যে...', সমালোচকদের একহাত নিলেন শেহনাজ়
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 11:52 AM
Share

সলমন খানের হাত ধরে বলিউডে পা রাখা। শেহনাজ গিল রাতারাতি সিনেপাড়ায় ভাইরাল। হচ্ছেন রীতিমত ট্রোলের শিকার। সলমনকে ধরে বলিউডে এন্ট্রি থেকে শুরু করে গডফাদারের হাতযশে অভিনেত্রী হওয়া। এমন নানা মন্তব্যে রীতিমত নাজেহাল শেহনাজ গিল। তবে এবার বাধ্য হয়েই মুখ খুললেন তিনি। বরাবরই স্পষ্ট জবাব দিতেই পছন্দ করেন শেহনাজ। এবারও তা ব্যতিক্রম হল না। সাফ জানালেন, সলমন খান তাঁকে একটি সুযোগ দিয়েছেন মাত্র। তার মানে এই নয় যে তাঁর কাছে ভরে ভরে ছবির প্রস্তাব আসতে শুরু করবেয তাঁর কেরিয়ার একেবারে সেট। কখনই নয়। এমনটাই সাফ জানান তিনি। ২১ এপ্রিল মুক্কি পাবে তাঁর ছবি। যা নিয়ে রীতিমত শোরগোল ভক্তমহলে।

ছবির প্রস্তাব গ্রহণ করার পর থেকেই শেহনাজ খবরের শিরোনামে। ছবি অভিনেত্রী পূজা হেগেড়ে যতটা না আলোচিত, তার থেকে বেশি আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছেন শেহনাজ। ছবির জন্য পেয়েছেন ৫০ লাখ টাকা। শেহনাজ গিলের প্রথম বড় ব্রেক ‘কিসি কি ভাই কিসি কি জান’। এই ছবির ট্রেলার লঞ্চ ছিল সোমবার (১০.৪.২০২৩)। সলমন খানের হাত ধরেই বলিউডে প্রথম পা রাখা। ট্রেলার লঞ্চে সলমনের পেছনেই দাঁড়িয়ে ছিলেন শেহনাজ। হঠাৎই সলমন তাঁকে বলেন, “মুভ অন করে যাও” অর্থাৎ অতীত ভুলে জীবনে এগিয়ে যাওয়ারই পরামর্শ দেন তিনি। শেহনাজও উত্তর দেন, “করে গিয়েছি”। সলমন খান প্রথম থেকেই শেহনাজ়ের পাশে ছিলেন। সিদ্ধার্থ শুক্লা প্রয়াত হওয়ার পর সলমনই তাঁর জীবনে গডফাদার হয়ে গিয়েছিলেন। সলমন খান নিজে হাতে করে বলিউডে শেহনাজ় গিলকে নিয়ে এলেন। তবে এই ছবির প্রস্তাব পাওয়ার কাহিনি আপনাকে চমকে দিতে পারে।

অন্যদিকে সম্পর্ক ঘিরেও জল্পনার কেন্দ্রে শেহনাজ় গিল, প্রসঙ্গ রাঘব জুয়েলের সঙ্গে গোপন প্রেম। গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাঘবের সঙ্গেই নাকি রোম্যান্স ঘন হয়েছে তাঁর। এমনকি তাঁর একসঙ্গে চুপিসারে ঘুরতেও গিয়েছেন বলে শোনা যায়। এ নিয়ে মুখ খুলেছিলেন শেহনাজ। মুখ খোলা শুধু নয়, বরং বলা ভাল, সাংবাদিকের প্রশ্নে রীতিমতো রেগে গিয়েছিলেন তিনি। দুজন বিপরীত লিঙ্গের মানুষ কথা বললেই কি প্রেম হয়ে যায়? ছুড়েছিলেন পাল্টা প্রশ্নও। যদিও জল্পনা যে কেবলই ভুয়ো তা মানতে নারাজ ভক্তরা।