Shikhar Dhawan: এই অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে রোম্যান্স, শিখর ধাওয়ানের জীবনে শুরু নতুন যাত্রা?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Oct 11, 2022 | 7:08 PM

Shikhar Dhawan: বাঙালি মেয়ে আয়েষা মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan )। কিন্তু গত বছর সেই বিয়ে ভেঙে গিয়েছে।

Shikhar Dhawan: এই অভিনেত্রীর সঙ্গে প্রকাশ্যে রোম্যান্স, শিখর ধাওয়ানের জীবনে শুরু নতুন যাত্রা?
হুমা-শিখর।

Follow Us

বাঙালি মেয়ে আয়েষা মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন ভারতীয় ব্যাটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan )। কিন্তু গত বছর সেই বিয়ে ভেঙে গিয়েছে। খবর বলছে, এবার এক অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে শিখর ধাওয়ানকে। না, নতুন সম্পর্ক নয়। রিল লাইফেই অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে বল ড্যান্সে মেতেছেন তিনি। ঠিকই আন্দাজ করেছেন। বলিউডে ডেবিউ হচ্ছে শিখরের। তবে পূর্ণ দৈর্ঘ্যের চরিত্রে নয়। বরং এক কেমিও চরিত্রে দেখা যাবে তাঁকে। যে ছবির অংশ শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষীও।

ছবির নাম ‘ডাবল এক্সেল’। ছবির মুখ্য চরিত্রে রয়েছে সোনাক্ষী ও হুমা। নাম শুনেই বোঝা যাচ্ছে এ ছবির মুখ্য বিষয় দেহের ওজন। ডাবল এক্স পোশাক পরিহিত দুই নারীর জীবন নিয়েই লেখা হয়েছে চিত্রনাট্য। ছবির দুই নারী তাঁদের স্বপ্নের পিছনে ধাওয়া করতে গিয়ে কী কী অসুবিধের মুখে পড়েন তাই দেখানো হয়েছে গোটা ছবি জুড়েই। ছবির পরিচালক সাতরাম রামানি। ছবিতে শিখর, হুমা ও সোনাক্ষী ছাড়াও দেখা যাবে সোনাক্ষীর রিউমারড প্রেমিক জাহির ইকবালকে। প্রথম সারির ক্রিকেটার হঠাৎ বলিউডের ‘মশলা’ ছবিতে কেন কাজ করতে রাজি হলেন?

শিখরের কথায়, “দেশের জন্য খেলেছি। গোটা জীবন ধরে বড়ই ছুটেছি। আমার জীবনের অন্যতম উপভোগ্য বিষয় হল বিনোদন দেয় এমন ছবি দেখা। যখন আমায় এই চরিত্রের জন্য ভাবা হয়, চরিত্রটি আমার ভাল লেগে যায়। এক সুন্দর বার্তা দেওয়া হয়েছে সমাজের প্রতি। আমি আশা রাখব অনেক তরুণ-তরুণী এই ছবির মাধ্যমে সব বাধা অতিক্রম করে নিজেদের স্বপ্ন পূরণে ছুটে বেড়াবে।” ছবিটির প্রযোজনা সংস্থা টি-সিরিজ। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৪ নভেম্বর।

 

Next Article