AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জটিল রোগে আক্রান্ত এক শিশুর জন্য সাহায্যের আবেদন শিল্পার

বিরল এসএমএ রোগে আক্রান্ত জনৈক ইউভান। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। ছেলেকে বাঁচাতে ইউভানের মা রূপালি রামতেক্কারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানালেন অভিনেত্রী।

জটিল রোগে আক্রান্ত এক শিশুর জন্য সাহায্যের আবেদন শিল্পার
শিল্পা শেট্টি।
| Updated on: May 27, 2021 | 9:17 PM
Share

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ বলিউড (Bollywood) অভিনেত্রী (Actress) শিল্পা শেট্টি (Shilpa Shetty)। কখনও যোগাসন, কখনও বা সন্তানদের ভিডিয়ো- অনুরাগীদের সঙ্গে সোশ্যাল ওয়ালেই যোগাযোগ রাখেন। এ বার এক শিশুর জন্য সাহায্য চেয়ে ভিডিয়ো শেয়ার করলেন শিল্পা।

যে শিশুর জন্য শিল্পা সাহায্য চেয়েছেন, সে স্পাইনাল মাসকিউলার আটরোফি রোগে আক্রান্ত। বিরল এসএমএ রোগে আক্রান্ত জনৈক ইউভান। চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। ছেলেকে বাঁচাতে ইউভানের মা রূপালি রামতেক্কারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানালেন অভিনেত্রী।

দুই সন্তানের মা শিল্পা। তাই আরও এক মায়ের দুঃখ তিনি অনুভব করেছেন। সন্তানকে বাঁচাতে সব রকম চেষ্টা করছেন রূপালি। কিন্তু অর্থের সংস্থান না হওয়ায় ইউভানের শরীর দিন দিন আরও খারাপ হচ্ছে। শিল্পার অনুরোধ, নিজেদের সামর্থ্য অনুযায়ী ইউভানকে সাহায্য করুন।

কয়েক দিন আগে ছেলের জন্মদিন সেলিব্রেট করেন শিল্পা। ছেলেকে একটু কুকুর ছানা উপহার দেন। শিল্পা ভিয়ানের উদ্দেশ্যে লেখেন, ‘তোকে অনেক কথা বলার আছে। খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। এখন তো ঠিক মতো জড়িয়ে ধরতেও পারি না তোকে। আমি জানি, জন্মদিনের জন্য তুই কীভাবে অপেক্ষা করিস। কিন্তু গত দেড় বছর ধরে কোনও খেলার ব্যবস্থা করতে পারিনি। পর পর দুই বছর পরিস্থিতির কারণে তোর জন্মদিন সেলিব্রেটও করতে পারলাম না। তবে সেটা তোকে বোঝাতে পেরেছি।’ শিল্পা আরও জানান, ভিয়ান ছোট হলেও এই পরিস্থিতিতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা যে কতটা জরুরি, তা তিনি ছেলেকে বোঝাতে পেরেছেন। কোনও রকম বায়না ছাড়াই লকডাউনের পরিস্থিতিও মানিয়ে নিয়েছে সে। বোন হওয়ার পর বড় দাদা হিসেবে দায়িত্বও নিতে শিখেছে। তাই মা হিসেবে তিনি গর্ব অনুভব করেন।

আরও পড়ুন, কাজ পাওয়ার জন্য পার্টিতে ঝগড়ার পরামর্শ কে দিয়েছিলেন তুষারকে?