কাজ পাওয়ার জন্য পার্টিতে ঝগড়ার পরামর্শ কে দিয়েছিলেন তুষারকে?

‘মুঝে কুছ ক্যাহেনা হ্যায়’ দিয়ে অভিনয়ের জার্নি শুরু করেন তুষার। পরে তিনি প্রযোজনাও করেন।

কাজ পাওয়ার জন্য পার্টিতে ঝগড়ার পরামর্শ কে দিয়েছিলেন তুষারকে?
তুষার কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: May 27, 2021 | 8:54 PM

বাবা অর্থাৎ জিতেন্দ্রর মতোই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তুষার কাপুর (Tusshar Kapoor )। কিন্তু তাঁর অভিনয়ের কেরিয়ার বলিউডে খুব একটা দাগ কাটতে পারেনি। ২০০১-এ ‘মুঝে কুছ ক্যাহেনা হ্যায়’ দিয়ে অভিনয়ের জার্নি শুরু করেন তুষার। পরে তিনি প্রযোজনাও করেন।

সদ্য তাঁর ফিল্মি জার্নি নিয়ে সাক্ষাৎকার দিতে গিয়ে অজানা কিছু ঘটনা শেয়ার করেছেন। তাঁর কথায়, “কেরিয়ারের শুরুর দিকে লোকজন অদ্ভুত উপদেশ দিত আমাকে। কেউ বলত, পার্টিতে ঝগড়া করো, তাহলে কাজ পাবে। কেউ বলত, নির্দিষ্ট কোনও সিন শাহরুখ খানের মতো করো। ফিল্মি পরিবার থেকে ইন্ডাস্ট্রিতে গিয়েও আমাকে এ সব শুনতে হয়েছিল। যাঁরা ফিল্মি পরিবারের নন, তাঁদের আরও কত কী শুনতে হয় কে জানে!”

View this post on Instagram

A post shared by Tusshar Kapoor (@tusshark89)

তুষার আরও জানান, এখন সময় অনেক বদলে গিয়েছে। কিন্তু এমন আজব জ্ঞান এখনও নাকি অনেকেই দেন! ২০ বছর ইন্ডাস্ট্রিকে কাটিয়ে দেওয়ার পর তিনি মনে করেন, ভাল ছবি হলে, কেউ মন দিয়ে কাজ করলে, কোনও কিছুতেই তা খারাপ হবে না।

অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী’ প্রযোজক হিসেবে তুষারের শেষ ছবি। ছেলে লক্ষ্য কাপুরকে একাই বড় করছেন তিনি। পাশাপাশি চলছে তাঁর প্রযোজনার কাজ।

আরও পড়ুন, কবে থেকে টেলিভিশনে দেখা যাবে ‘দ্য কপিল শর্মা’ শো?