১৯ জুলাই, ২০২১। এক লহমায় অনেকটাই বদলে গিয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির জীবন। পর্ন ভিডিয়ো তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে সে দিন শিল্পার স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। শিল্পা এই ঘটনায় সরাসরি জড়িত কি না, তার এখনও কোনও প্রমাণ পায়নি পুলিশ। রাজের গ্রেফতারির পর শিল্পার কেরিয়াও ক্ষতির মুখে। কয়েকদিনের বিরতির পর তিনি সুপার ডান্সার ফোর-এর সেটে ফিরেছেন। কিন্তু দর্শকের বড় অংশের মনে হয়েছে, শিল্পার আগের চেহারার সঙ্গে এখনকার চেহারার পার্থক্য অনেকটাই। কার্যত রাজই ধ্বংস করে দিয়েছেন শিল্পার কেরিয়ার।
গতকাল অর্থাৎ ১৮ অগস্ট শুটিংয়ে ফিরেছেন শিল্পা। কিন্তু মেকআপ ভ্যান থেকে বেরিয়ে সেটে ঢোকার সময় মলিন ছিল তাঁর মুখ। কষ্ট করে ম্লান হাসেন ক্যামেরা দেখে। রাজের ঘটনার আগে শিল্পার মধ্যে যে উচ্ছ্বাস ছিল, এখন তা কার্যত ভ্যানিশ বলে মনে করছেন সোশ্যাল অডিয়েন্সের বড় অংশ।
গতকাল দিনভর শুটিং করেছেন শিল্পা। স্বামীর গ্রেফতারির ঘটনার পর রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে আসা বন্ধ করে দিয়েছিলেন অভিনেত্রী। তিনি আর আসবেন না, এটাই সকলে ধরে নিয়েছিলেন। তাঁকে রিপ্লেস করার কথাও নাকি ভাবতে শুরু করে দিয়েছিলেন নির্মাতারা। কিন্তু তা হয়নি। চরম খারাপ সময়ে হাল না ছেড়ে মনের জোরে কাজে ফিরেছেন অভিনেত্রী।
স্বাধীনতা দিবসের দিন ভার্চুয়াল মাধ্যমে একটি ভিডিয়ো আপলোড হয় শিল্পার। রাজের গ্রেফতারির পর প্রথম ভার্চুয়াল মাধ্যমে হাজির হয়েছিলেন শিল্পা, এক মহৎ উদ্দেশ্যে। করোনাকালে দেশকে আর্থিক সাহায্য করার জন্য মালাইকা আরোরা, অর্জুন কাপুর, দিয়া মির্জার মতো শিল্পাও অংশ নিয়েছিলেন। এই সময়ে শ্বাসপ্রশ্বাস ঠিক রাখার জন্য প্রাণায়ামই একমাত্র রাস্তা, ভিডিয়োতে জানিয়েছিলেন শিল্পা। এমনকী, জীবনের নেতিবাচকতা দূর করতেও প্রাণায়ামকেই বেছে নিয়েছেন অভিনেত্রী, জানিয়েছেন সে কথাও।
নিজের জীবনের নানা ওঠা-নামার সময় যোগাভ্যাস, প্রাণায়ামের মতো ভারতীয় শরীরচর্চার নীতিতে বিশ্বাসী শিল্পা। অন্যদেরও সেই উপদেশই দেন অভিনেত্রী। সেই জোরেই ফিরে এলেন আবার। যদিও রাজ কান্ড নিয়ে প্রকাশ্যে তিনি কোনও মন্তব্য করবেন না। বিষয়টি এখন আদালতের বিচারাধীন। ফলে এ নিয়ে কোনও মন্তব্য করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে পারিবারিক বিপর্যয়ের মধ্যেও মনের জোর ঠিক রেখে ফের কাজে ফিরতে পেরে যে তাঁর নিজের ভাল লাগছে, এ কথা ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন অভিনেত্রী।
অন্যদিকে পর্ন কাণ্ডে আপাতত স্বস্তিতে রাজ কুন্দ্রা। মুম্বই হাইকোর্ট বুধবার রাজের অন্তর্বর্তী সুরক্ষার নির্দেশ দিয়েছে। রাজের আগাম জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৫ অগস্ট।
পর্নকাণ্ডে গত ১৩ অগস্ট আরও এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। অভিযুক্তের নাম অভিজিৎ বোম্বলে। তিনি পেশায় ব্যবসায়ী, রাজের কোম্পানির একটি ফার্মের পরিচালক ছিলেন এই ব্যক্তি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান রাজের কোম্পানির এই অবৈধ ব্যবসা সম্পর্কে অবগত ছিলেন অভিজিৎ, যুক্ত ছিলেন অপরাধমূলক কাজের সঙ্গেও।
আরও পড়ুন, ‘টেলিভিশনে কাজ করব না’, সোশ্যাল মিডিয়ায় নিজেকে এলিট প্রমাণ করতে বলছেন অনেকে, দাবি অনিন্দিতার