পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজকুন্দ্রা। ২০২১ সালের সেপ্টেম্বর মাসের এক সোমবারের বিকেলে মুম্বই পুলিশের সাইবার সেলের অফিসাররা হানা দেন শিল্পার বাংলোতে। সেখান থেকে রাজকে পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়। তারপর থেকে ওলট-পালট হয়ে যায় শিল্পা শেট্টির জীবন। টানা দু’মাস আর্থার রোডের জেলে কাটাতে হয় রাজকে। জামিনে মুক্তিপান রাজ। তাঁকে নিরপরাধ বলা হয় পরে। কিন্তু গ্রেফতারির এই ঘটনার পর লোক সমাজে সকলকে মুখ দেখাতে লজ্জাবোধ করেন শিল্পা শেট্টির স্বামী। অভিনব মাস্কে ঢেকে রাখেন মুখ।
শোনা যাচ্ছিল, মুম্বইয়ের জেলে কাটানো দু’মাসের অভিজ্ঞতা নিয়ে শিল্পা শেট্টির স্বামী একটি ছবি তৈরি করবেন। এবং সেই ছবি মারফতই তাঁর তরফের বক্তব্য প্রকাশ্যে আনবেন রাজ। এখন জানা যাচ্ছে, সে রকম কোনও ছবিই তৈরি করবেন না তিনি।
রাজের গ্রেপ্তারির পর থেকে শিল্পা শেট্টির পরিবার সম্পর্কে দর্শকের মনে আগ্রহ তৈরি হয়েছে। গুজবও রটে যে, রাজ নিজের বায়োপিক আনবেন। সম্প্রতি এক সূত্র জানাচ্ছে, সেই ছবি তৈরির সমস্ত সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন রাজ নিজে। তাঁর গ্রেফতারি সংক্রান্ত কোনও কথাই আর বলতে চান না রাজ। তিনি আর ফিরে যেতে চান না সেই ভয়াবহ দিনগুলির স্মৃতিতে।