লিওনেল মেসি আর অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার মধ্যে নাকি রয়েছে অদ্ভুত সাদৃশ্য! এরকম দাবি রাজ নিজেই করেছেন। ফেস সোয়াপ ভিডিয়ো পোস্ট করে ‘প্রমাণ’ করেছেন মিল রয়েছেই!
২০১৬-র ফাইনালের শাপমুক্তি ঘটিয়ে রবিবার ভোরে (ভারতীয় সময়) ইতিহাস সৃষ্টি করেছে লিয়োনেল মেসির আর্জেন্টিনা। ইতিহাসের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। এ হেন জয়ের মুহূর্তে যখন রেফারির সিদ্ধান্ত নিয়ে বিপক্ষ দলের সমর্থকদের মধ্যে চলছে বিস্তর আলোচনা, মেসি গিয়ে জড়িয়ে ধরছেন প্রতিপক্ষ, খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী নেইমারকে, মাঠ থেকেই স্ত্রীকে ফোন করে কেঁদে ফেলছেন আনন্দে… ঠিক তখনই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে একটি ভিডিয়ো পোস্ট করলেন রাজ কুন্দ্রা। ফেস সোয়াপ অ্যাপের সাহায্যে মেসির মুখ বদলে তাতে জুড়ে দিলেন নিজের মুখ। যে ভিডিয়োটি তিনি পোস্ট করেছেন তা অবশ্য কোপা আমেরিকার ফাইনালের নয়। সেখানে মেসির গায়ে বার্সেলোনার জার্সি, থুড়ি রাজের গায়ে!
ক্যাপশনে তিনি লিখেছেন, “তিনি (মেসি) G.O.A.T… (the Greatest Of All Time)… আমাদের দুজনকে অনেকটা একরকম দেখতে… নিজের দেশের জন্য অবশেষে ট্রফি জিততে পেরেছ। তোমায় শুভেচ্ছা।” পুরো ব্যাপারটাই যে মজার ছলে করেছেন রাজ তা বলার অপেক্ষা রাখে না। তবে মেসির সঙ্গে রাজের মুখ কিছুটা সাদৃশ্য খুঁজে পেয়েছেন নেটিজেনদের একটা অংশ। কেউ কেউ আবার কাহ্নিক রেগে গিয়েই লিখেছেন, “কার সঙ্গে কার তুলনা”!
১৯৯৩ সালের পর ফের কোপা জয় আর্জেন্টিনার। ২৮ বছর পর আন্তর্জাতিক মঞ্চে ট্রফি উঠল ঘরে। সাক্ষী থাকতে পারলেন না রাজপুত্র মারাদোনা। তবে তামাম আর্জেন্টিনা সমর্থকের চোখে আজ জল। সে জল কান্নার নয়, আনন্দের, যোগ্য জবাবের। সেলিব্রেশনে অংশ নিলেও রাজ কুন্দ্রাও।
আরও পড়ুন- নাবালিকা ধর্ষণকাণ্ডে জামিনের পর প্রথম বার জনসমক্ষে পার্ল, গেলেন অনাথ আশ্রমে