Siddharth Mallya: দামী হীরে, বিদেশে ছুটির খরচ করেছিলাম দীপিকার পিছনে, বেমালুম ভুলে গেল: সিদ্ধার্থ মাল্য

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 12, 2023 | 9:29 AM

Deepika Padukone: ব্যবসায়ী বিজয় মাল্যর পুত্র সিদ্ধার্থ মাল্য়র সঙ্গে সময় প্রেম ছিল দীপিকার। আইপিএল চলাকালীন তাঁদের একসঙ্গে দেখা যেত বহু জায়গায়। কেবল তাই নয়, বহু জায়গায় ছুটিও কাটাতে গিয়েছেন এই দুই তারকা। তবে একসঙ্গে থাকাকালীন দীপিকা সিদ্ধার্থ কখনওই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। মুখ খুলেছিলেন ছাড়াছাড়ির পর। জানা গিয়েছিল, বেশ তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে দু'জনের মধ্যে।

Siddharth Mallya: দামী হীরে, বিদেশে ছুটির খরচ করেছিলাম দীপিকার পিছনে, বেমালুম ভুলে গেল: সিদ্ধার্থ মাল্য
দীপিকা এবং সিদ্ধার্থ।

Follow Us

কিছুদিন আগে ‘কফি উইথ করণ’ সিজন ৮-এ এসে তাঁর এবং তাঁর স্বামী রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা কথা বলেছিলেন দীপিকা পাডুকোন। বলেছিলেন, রণবীরের সঙ্গে সম্পর্কে থাকার সময় অন্য পুরুষের সান্নিধ্যে এসেছিলেন তিনি। দীপিকার মুখে এই কথা শোনার পর তাঁকে মারাত্মক ট্রোল করেছিল নেটিজ়েনরা। কিন্তু সকলেই জানেন, দীপিকা পাড়ুকোনের প্রাক্তনের সংখ্যা প্রচুর। সেই প্রাক্তনদের তালিকায় সবচেয়ে আলোচিত নাম রণবীর কাপুর। বলা হয়, এখনও পর্যন্ত নাকি কাপুর পুত্রের প্রতি দুর্বল দীপিকা। যদিও ব্যবসায়ী বিজয় মাল্যর পুত্র সিদ্ধার্থ মাল্য়র সঙ্গে সময় প্রেম ছিল দীপিকার। আইপিএল চলাকালীন তাঁদের একসঙ্গে দেখা যেত বহু জায়গায়। কেবল তাই নয়, বহু জায়গায় ছুটিও কাটাতে গিয়েছেন এই দুই তারকা। তবে একসঙ্গে থাকাকালীন দীপিকা সিদ্ধার্থ কখনওই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। মুখ খুলেছিলেন ছাড়াছাড়ির পর। জানা গিয়েছিল, বেশ তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে দু’জনের মধ্যে।

দীপিকার তরফ থেকে নাকি জানা গিয়েছিল, সিদ্ধার্থ মাল্য নাকি দীপিকার থেকে বেশকিছু টাকা ধার নিয়েছিলেন এবং বলেছিলেন তাঁর বাবার উপর থেকে যাবতীয় আইনি জটিলতা মিটে যাওয়ার পর সেই টাকা তিনি ফেরত দেবেন। এদিকে দীপিকার আরও অভিযোগ ছিল, সিদ্ধার্থ নাকি তাঁকে বিল মিটিয়ে দেওয়ার কথাও বলেছিলেন। এমনকী পাঁচতারা হোটেলে যাওয়ার সময় তাঁকে মার্সিডিজ়ে নয় অটোরিকশা করে আসতে বলেছিলেন সিদ্ধার্থ। তিনি নাকি সস্তার মার্কেটে নিয়ে গিয়ে দীপিকাকে অসম্ভব দরদাম করে একটি কম দামী টপ কিনে দিয়েছিলেন। এ সবই দীপিকার খুব নগণ্য বলে মনে হয়েছিল।

অন্যদিকে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সিদ্ধার্থ। তিনি বলেছিলেন, দীপিকাকে নাকি তিনি প্রচুর দামী-দামী উপহার দিয়েছেন। বহুমূল্যবান হীরে উপহার দিয়েছেন। বিদেশে বিভিন্ন সময়ে ভেকেশনে নিয়ে গিয়েছেন খরচ করে। এমনকী, যে-যে পার্টি দীপিকা দিতেন বন্ধুদের জন্য, সেই খরচও তিনিই বহন করতেন।

Next Article