শ্রদ্ধা কাপুর বরাবরই খুব সাধারন স্বাভাবিক জীবন যাপন করতে পছন্দ করেন। আর পাঁচটা মানুষের সঙ্গে মিলেমিশে থাকাটাই শ্রদ্ধা কাপুরের বিশেষ বৈশিষ্ট্য। যার জন্য বারেবারে প্রশংসিত হতে দেখা যায় তাঁকে। কখনও গাছ কাটার প্রতিবাদে সাধারণ মানুষের সঙ্গে পথে নামেন তিনি, কখনও আবার বিলাসিতা ভুলে পথ চলতে দেখা যায় আর পাঁচটা মানুষের মতোই। এবারও ঠিক তেমনই এক কাণ্ড ঘটালেন শ্রদ্ধা কাপুর। একের পর এক হিট ছবি করে দাপটের সঙ্গে সিনে দুনিয়ায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। তবে বিলাসিতা তাঁকে আজও ছুঁতে পারেনি। সম্প্রতি দেখা গেল মুম্বাইয়ে অটোরিক্সায় তাঁকে সফর করতে। এই ভিডিয়ো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া নেট পাড়ায়।
কমেন্ট বক্সে কেউ বললেন টাকা বাঁচানোর জন্যই এমন কাজ করতে হয়েছে শ্রদ্ধা কাপুরকে। কেউ আবার লিখলেন সবটাই দর্শকদের নজর কাড়ার প্রচেষ্টা। কারও কথায় আবার শ্রদ্ধা কাপুর তো এমনটাই। এই পাঁচটা মানুষের মতো পথ চলতে তিনি দ্বিধাবোধ করেন না। পাপারাৎজিরা তাঁকে দেখা মাত্রই প্রশ্ন করে বসলেন কেমন লাগছে এই সফর! শ্রদ্ধা কাপুর দ্বিধাবোধ না করে জানান অটো সব সময়ের জন্য সেরা।
বেশ কয়েকদিন হল শ্রদ্ধা কাপুর কোনও ছবির সঙ্গে যুক্ত নেই। ফলে ভক্তরা এখন সেই খবরের অপেক্ষায়। বেশ কয়েকটি ছবির প্রস্তাব রয়েছে এখন তাঁর ঝুলিতে। শ্রদ্ধা কাপুর এখন সেই কাজই করছেন। একের পর এক চিত্রনাট্য পড়ার কাজ করে চলেছেন শ্রদ্ধা কাপুর। তবে আগামী ছবির ঘোষনা এখনও করেননি তিনি। যার ফলে বেশ কিছু নেটিজ়েন তাঁর আর্থিক ক্ষমতাকে ব্যঙ্গ করেই জানান যে, তিনি টাকা বাঁচানোর জন্যই এমনটা করছেন।