Shraddha Kapoor: ফটোগ্রাফার প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হতেই এবার এই লেখককে ডেট শ্রদ্ধার?
Shraddha Kapoor: বয়স ৩৫ ছাড়িয়েছে, তবে এখনও তিনি হট অ্যান্ড হ্যাপেনিং। দেখে মনে হবে যেন ষোড়শী তন্বী। কথা হচ্ছে শ্রদ্ধা কাপুরের। এ হেন শ্রদ্ধার এর আগে নাম জড়িয়েছিল সেলেব ছবিওয়ালা রোহন শ্রেষ্ঠার সঙ্গে। তবে কিছু দিন আগেই শোনা গিয়েছিল, বিগত বেশ কিছু সময় ধরেই আর একসঙ্গে নেই তাঁরা।

বয়স ৩৫ ছাড়িয়েছে, তবে এখনও তিনি হট অ্যান্ড হ্যাপেনিং। দেখে মনে হবে যেন ষোড়শী তন্বী। কথা হচ্ছে শ্রদ্ধা কাপুরের। এ হেন শ্রদ্ধার এর আগে নাম জড়িয়েছিল সেলেব ছবিওয়ালা রোহন শ্রেষ্ঠার সঙ্গে। তবে কিছু দিন আগেই শোনা গিয়েছিল, বিগত বেশ কিছু সময় ধরেই আর একসঙ্গে নেই তাঁরা। তবে সম্প্রতি পাওয়া গেল আরও এক আপডেট। শ্রদ্ধা নাকি ফের প্রেমে পড়েছেন? না তিনি কোনও অভিনেতার প্রেমে পড়েননি এবারও।
শোনা যাচ্ছে, তাঁর বয়ফ্রেন্ড নাকি লেখক। বেশ পরিচিত তিনি, শুধু বই-ই নয় চিত্রনাট্যও লিখেছেন তিনি। শ্রদ্ধা কাপুরের সাম্প্রতিক ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কর’। ওই ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। ওই ছবিরই সহ চিত্রনাট্যকার তাঁর রিউমারড প্রেমিক। কী তাঁর নাম জানেন? তিনি হলেন রাহুল মোদী। বলিউডে বেশ পরিচিত নাম তিনি। মাঝেমধ্যেই রাহুল ও শ্রদ্ধাকে একসঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন ফিল্মি পার্টিতে। যদিও এ নিয়ে মুখ খোলেননি শ্রদ্ধা। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালেই রাখতে চান তিনি। সে নিয়ে চর্চা অব্যাহত থাকলেও তা নিয়ে কোনওদিনই মুখ খোলেন না তিনি। এবারেও সেই পন্থাই অবলম্বন করেছেন শ্রদ্ধা। আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।
View this post on Instagram





